প্রচ্ছদ ফ্যাক্ট চেক মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

লিখেছেন Nazmun Nakeb
40 ভিউ

রেলওয়ের জমি দখল করে একদল হিন্দু মন্দির নির্মাণের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন এবং তাতে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ঘটে। স্থানীয়দের বাধা দেওয়ার ঘটনাকে মূর্তি অপসারণ চেষ্টা ও হামলা বলে অপপ্রচার চালানো হয়। ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস (Voice of Bangladeshi Hindus), বাংলাদেশ হিন্দুস (Bangladesh Hindus) নাম এক্স (টুইটার) অ্যাকাউন্ট এবং বিশ্ব হিন্দু মহাজোট নামক ফেসবুক গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়।

এক্স এবং ফেসবুকে দেওয়া ভিডিওর কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, বাংলা ট্রিবিউনের একটি সংবাদের ছবির সঙ্গে মিল পাওয়া যায়। খিলক্ষেতে মন্দির অপসারণে মুসল্লিদের আল্টিমেটাম, সমাধানের চেষ্টায় থানা পুলিশ— এ শিরোনামে আজ মঙ্গলবার রাত ১ টা ৩১ মিনিটের সময় একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে সংবাদে প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য উল্লেখ করা হয়নি। সুমন সুধা নামের একজনের ফেসবুক পোস্ট ও তার দেওয়া ছবি নিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির চেষ্টার বিষয় উল্লেখ করেনি বাংলা ট্রিবিউন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বাংলাফ্যাক্টকে বলেন, ‘ হিন্দুরা অনেকদিন ধরে ওই জায়গায় পূজা করে আসছে। গতকাল কিছু মাদ্রাসার ছেলেপেলে এসে ভাঙচুর করে, বাধা দেয় এবং মন্দির সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেয়।’ মন্দির হামলার বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলে জানায় খিলক্ষেতে থানা পুলিশ।
মন্দিরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মহিউদ্দিন বাংলাফ্যাক্টকে বলেন, ‘সরকারি জায়গায় মন্দির স্থাপন করার বিষয় জেনেছি, আমরা মন্দির অপসারণের জন্য সাত দিনের সময় দিয়েছি।’
ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘যদি আগামীকালকের মধ্যে মন্দির সরানো না হয়, তাহলে তারা তা ভেঙে ফেলবে এবং ঢাকার হিন্দুদের জবাই করার হুমকি দিয়েছে। আমরা, বাংলাদেশের হিন্দুরা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। জামায়াত-সমর্থিত সরকারের হাত থেকে আমাদের উপাসনালয়গুলোকে রক্ষা করুন, অনুগ্রহ করে।’ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘বাংলাদেশের খিলক্ষেত এলাকা থেকে ভিজ্যুয়াল আসছে। হাজারো ইসলামপন্থী একত্রিত হয়েছে একটি দুর্গা মন্দিরের বাইরে, দুর্গা মূর্তি সরানোর দাবিতে। তাদের দাবি, দুর্গা মূর্তি দেখা তাদের জন্য ‘হারাম’।
বিশ্ব হিন্দু মহাজোট নামক একটি ফেসবুক গ্রুপে আনন্দ শর্মা একাধিক ছবি ও ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘তারিখ ২৩/০৬/২০২৫ সন্ধ্যার পরে… খিলখেত সার্বজনীন দূর্গা মন্দির ভাঙতে এসেছে খিলক্ষেত এলাকার মুসলিমরা। খিলক্ষেতে অনেক সনাতনী থাকা সত্ত্বেও এখানে কোন ধর্মীয় মন্দির নেই। এবং তারা হুমকি দিয়ে গিয়েছে আগামীকাল বারোটার ভিতরে যদি মন্দির এখান থেকে না সরিয়ে নেয়া হয় তাহলে ভেঙ্গে দিবে।’ (অপরিবর্তিত)
তবে স্থানীয়দের ভাষ্যমতে, হামলার কোন ঘটনা ঘটেনি। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির বিষয়ে বাধা সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য খিলক্ষেত থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট টিম। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে মন্দির নির্মাণের বিষয়ে কথা কাটাকাটি হয়। কোন হামলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবে।’ এ বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওসি।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন