প্রচ্ছদ ফ্যাক্ট চেক আজকের পত্রিকার বিভ্রান্তিকর শিরোনাম: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পুরোনো মন্তব্য নতুনকরে প্রচার

আজকের পত্রিকার বিভ্রান্তিকর শিরোনাম: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পুরোনো মন্তব্য নতুনকরে প্রচার

লিখেছেন Bangla Fact
46 ভিউ

আজ বুধবার (১৮ জুন) দেশীয় মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকা ‘এপ্রিলে নির্বাচিত সরকার পাবে দেশ, এরপর চুপচাপ সরে যাব: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ডসংবাদ প্রকাশ করেছে। 

শিরোনামটি দেখে মনে হতে পারে- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর পরবর্তী সময়ের মন্তব্য এটি। তবে বিস্তারিত সংবাদ থেকে জানা যায়, গত ১২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে  প্রধান উপদেষ্টা ড. ইউনূস উক্ত মন্তব্যটি করেছেন। অর্থাৎ, সেসময় তিনি বলেছেন, আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত সরকার পাবে, এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে।  

তবে উক্ত সাক্ষাৎকারের পরদিন, গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।

অর্থাৎ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এপ্রিলে নির্বাচন সংক্রান্ত বক্তব্যটি পুরোনো; যা আজকের পত্রিকা নতুনকরে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করছে।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন