আজ বুধবার (১৮ জুন) দেশীয় মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকা ‘এপ্রিলে নির্বাচিত সরকার পাবে দেশ, এরপর চুপচাপ সরে যাব: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করেছে।
শিরোনামটি দেখে মনে হতে পারে- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর পরবর্তী সময়ের মন্তব্য এটি। তবে বিস্তারিত সংবাদ থেকে জানা যায়, গত ১২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উক্ত মন্তব্যটি করেছেন। অর্থাৎ, সেসময় তিনি বলেছেন, আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত সরকার পাবে, এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে।
তবে উক্ত সাক্ষাৎকারের পরদিন, গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।
অর্থাৎ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এপ্রিলে নির্বাচন সংক্রান্ত বক্তব্যটি পুরোনো; যা আজকের পত্রিকা নতুনকরে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করছে।