30
সম্প্রতি, সন্ত্রাসীরা এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং এটি স্ক্রিপ্টেড বা সাজানো নাটিকার অংশ।
ভিডিওতে থাকা ‘Short Film BD’ এর লোগোর সূত্র ধরে অনুসন্ধানে একই নামের একটি ফেসবুক পেজে গত ২০ জুন ৪ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি নাটিকা। ‘Short Film BD’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই পেজে প্রায় একই ধরণের অনেকগুলো ভিডিও রয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তিদের ‘Short Film BD’ ফেসবুক পেজটিতে প্রকাশিত অন্যান্য ভিডিওতেও দেখা গিয়েছে।
এছাড়া এই পেজে উল্লেখিত মুঠোফোন নম্বরে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে Short Film BD-র একজন পরিচালক পরিচয়ে আশরাফ নামের এক ব্যক্তি কথা বলেন। তাকে ভিডিওটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা অভিনয় শিল্পীদের দ্বারা বিভিন্ন ক্রাইম পেট্রল ভিডিও তৈরি করি।”
অর্থাৎ, তরুণীকে ধর্ষণের পর হত্যা করার একটি স্ক্রিপ্টেড বা নাটিকার খণ্ডাংশ বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।