প্রচ্ছদ ফ্যাক্ট চেকজাতীয় তরুণী ধর্ষণ ও হত্যার ভিডিওটি সাজানো

তরুণী ধর্ষণ ও হত্যার ভিডিওটি সাজানো

লিখেছেন hashmi
30 ভিউ
সম্প্রতি, সন্ত্রাসীরা এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং এটি স্ক্রিপ্টেড বা সাজানো নাটিকার অংশ।
ভিডিওতে থাকা ‘Short Film BD’ এর লোগোর সূত্র ধরে অনুসন্ধানে একই নামের একটি ফেসবুক পেজে গত ২০ জুন ৪ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি নাটিকা। ‘Short Film BD’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই পেজে প্রায় একই ধরণের অনেকগুলো ভিডিও রয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তিদের ‘Short Film BD’ ফেসবুক পেজটিতে প্রকাশিত অন্যান্য ভিডিওতেও দেখা গিয়েছে।
এছাড়া এই পেজে উল্লেখিত মুঠোফোন নম্বরে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে Short Film BD-র একজন পরিচালক পরিচয়ে আশরাফ নামের এক ব্যক্তি কথা বলেন। তাকে ভিডিওটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা অভিনয় শিল্পীদের দ্বারা বিভিন্ন ক্রাইম পেট্রল ভিডিও তৈরি করি।”
অর্থাৎ, তরুণীকে ধর্ষণের পর হত্যা করার একটি স্ক্রিপ্টেড বা নাটিকার খণ্ডাংশ বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন