প্রচ্ছদ ফ্যাক্ট চেক ভিন্ন নারীর ছবিতে তাসনিম জারার মুখমণ্ডল বসিয়ে প্রচার

ভিন্ন নারীর ছবিতে তাসনিম জারার মুখমণ্ডল বসিয়ে প্রচার

লিখেছেন hashmi
44 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ছবি দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ডা. তাসনিম জারার নয়, ভিন্ন নারীর। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে তাসনিম জারার মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটি যাচাইয়ে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘Glendydelvalle’ নামে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্টে একটি ছবি পাওয়া যায়। ছবিটির সঙ্গে তাসনিম জারার ছবি দাবিতে ছড়ানো ছবির পরনের কাপড়, বসার ধরণ, পেছনের লেক, ছোট পাহাড়সহ আনুষ্ঠানিক বিষয়বস্তুর মিল পাওয়া যায়। তবে তাদের চেহারার মিল পাওয়া যায়নি।
‘Glendydelvalle’ নামে পিন্টারেস্ট অ্যাকাউন্টটিতে একই পোশাকে একই নারীর আরো দুটি ছবি পাওয়া গিয়েছে। পাশাপাশি ভিন্ন পোশাকেও একাধিক ছবি পাওয়া গিয়েছে। যার মানে ভিন্ন নারীর ছবির মুখমণ্ডলের চেহারা প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাসনিম জারার চেহারা বসানো হয়েছে।
অর্থাৎ, ফেসবুকে ছড়ানো এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার আলোচিত ছবিটি আসল নয়, সম্পাদিত।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন