প্রচ্ছদ ফ্যাক্ট চেক নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার

নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার

লিখেছেন Bangla Fact
84 ভিউ
গত ১০ জুন দেশীয় গণমাধ্যম বার্তাবাজার নারীদের মাদকগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমটির ফটোকার্ড ও সংবাদের শিরোনাম ছিল- “সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা”
এই শিরোনাম ও বিস্তারিত সংবাদ পড়ে মনে হতে পারে- সুন্দর ড্রেস পরা মেয়েদের বেশিরভাগই মাদকের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রকৃতপক্ষে, তিনি এমন মন্তব্য করেননি। মূলত তিনি গত ১০ জুন কাশিমপুরে মহিলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে বলেন, “আমি মনে করি যে, আটক যারা এরাও বেশিরভাগই মাদকী। এইযে মেয়েরা দেখলাম.. দ্যাখেন যে, সুন্দর ড্রেস ট্রেস পরা আছে.. ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত।”
অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শুধুমাত্র মহিলা কারাগারের কয়েদীদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। তিনি সুন্দর ড্রেস পরা অন্যান্য মেয়েদের উদ্দেশ্যে এসব কথা বলেননি।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন