প্রচ্ছদ ফ্যাক্ট চেকজাতীয় রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার

লিখেছেন hashmi
39 ভিউ
সম্প্রতি বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং এটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।
বিষয়টি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। একই তারিখে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে। এরই প্রেক্ষিতে একই বছরের ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিডিওটি সেই ঘটনারই।
অর্থাৎ, ২০২৩ সালে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।

আপনি আরও পছন্দ করতে পারেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড এনালাইসিস টিম, যারা নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আমাদের ঠিকানা

৩, সার্কিট হাউজ রোড, ঢাকা ১০০০ 

কপিরাইট © বাংলাফ্যাক্ট 

এই ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। আপনার সম্মতির প্রয়োজন রয়েছে, তবে আপনি চাইলে এটি ব্যবহার না করেও ব্রাউজ করতে পারেন। অনুমোদন দিন বিস্তারিত দেখুন