| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
বাংলাদেশকে জড়িয়ে আয়াতুল্লাহ আলি খামেনির নামে ভুয়া দাবি প্রচার
১২ জানুয়ারী ২০২৬
ফেসবুকে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জুলাই গণ-অভ্যুত্থানকে “আমেরিকার সহায়তায় একটা ঘটনা” বলে উল্লেখ করেছেন। তবে বাংলাফ্যাক্ট যাচাই করেছে, তিনি বাংলাদেশ প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি।
বর্তমান সময়ে ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিক্ষোভে সহিংসতায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের কঠোর সমালোচনা করেছেন, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানও পাল্টা হুমকি দিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে আয়াতুল্লাহ আল খামেনির “এই তো কিছুদিন আগেই বাংলাদেশে আমেরিকার সহায়তায় একটা ঘটনা ঘটে গেল। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা” বলে মন্তব্য করেছেন দাবি করে ফেসবুকে ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বাংলাদেশকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে ইরান কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা ইরান এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা। ভুয়া মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ডে “আল জাজিরা” উল্লেখ রয়েছে, তবে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর আল জাজিরার যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোতে খামেনির এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Topics:
প্যারাগুয়ের ঘটনাকে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীর চুরি’ হিসেবে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে
শান্তিতে নোবেল পুরস্কারের নামে ভূয়া খবর
আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো পুরোনো
ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
প্যারাগুয়ের ঘটনাকে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীর চুরি’ হিসেবে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে
কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার
শান্তিতে নোবেল পুরস্কারের নামে ভূয়া খবর
ফ্যাক্ট চেক
বাংলাদেশকে জড়িয়ে আয়াতুল্লাহ আলি খামেনির নামে ভুয়া দাবি প্রচার
১২ জানুয়ারী ২০২৬
ফেসবুকে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জুলাই গণ-অভ্যুত্থানকে “আমেরিকার সহায়তায় একটা ঘটনা” বলে উল্লেখ করেছেন। তবে বাংলাফ্যাক্ট যাচাই করেছে, তিনি বাংলাদেশ প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি।
বর্তমান সময়ে ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিক্ষোভে সহিংসতায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের কঠোর সমালোচনা করেছেন, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানও পাল্টা হুমকি দিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে আয়াতুল্লাহ আল খামেনির “এই তো কিছুদিন আগেই বাংলাদেশে আমেরিকার সহায়তায় একটা ঘটনা ঘটে গেল। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা” বলে মন্তব্য করেছেন দাবি করে ফেসবুকে ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বাংলাদেশকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে ইরান কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা ইরান এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা। ভুয়া মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ডে “আল জাজিরা” উল্লেখ রয়েছে, তবে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর আল জাজিরার যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোতে খামেনির এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি।