| ফ্যাক্ট চেক | রাজনীতি
জামায়াতকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৩ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দৈনিক আমার দেশ, কালের কণ্ঠ এবং এনটিভি-র লোগো ও ডিজাইন ব্যবহার করে জামায়াতে ইসলামী সম্পর্কিত মন্তব্য সম্বলিত কিছু ফটোকার্ড প্রচারিত হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র নামে ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে।
দৈনিক আমার দেশ-এর লোগো ব্যবহার করে তৈরি এক ফটোকার্ডে নুরুল হক নুর-এর নামে প্রচার করা হয়েছে, “উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন।”
অন্যদিকে, কালের কণ্ঠ-এর আদলে তৈরি ফটোকার্ডে সারোয়ার তুষার-এর নামে বলা হয়েছে, “জামায়াতে ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন এনসিপি।”
এছাড়া, এনটিভি-র লোগোযুক্ত আরেক ফটোকার্ডে হাসনাত আবদুল্লাহ-র নামে প্রচার হচ্ছে, “জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই।”
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, উল্লিখিত তিনজন নেতার কেউই এমন কোনো মন্তব্য করেননি। একইভাবে, দৈনিক আমার দেশ, কালের কণ্ঠ বা এনটিভি-র কোনো মাধ্যম থেকেই এসব ফটোকার্ড প্রকাশ বা প্রচার করা হয়নি। গণমাধ্যমগুলোর ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা বা নকল করে ভুয়া মন্তব্য ছড়ানো হয়েছে।
আমার দেশের ফটোকার্ড যাচাই:
আলোচিত ফটোকার্ডে থাকা তারিখের (২১ অক্টোবর) সূত্র ধরে দৈনিক আমার দেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নুরুল হক নুরের নামে ‘উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন’ শীর্ষক মন্তব্য সম্বলিত ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, দৈনিক আমার দেশের প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত দাবি করে ছড়িয়ে পড়া ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। অর্থাৎ, আমার দেশের আদলে ফটোকার্ড তৈরি করে নুরুল হক নুরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
কালের কণ্ঠের ফটোকার্ড যাচাই: (জামায়াত ইসলাম সব জাগায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে…)
কালের কন্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২০ অক্টোবর ‘শাপলা না দিলে নির্বাচন কমিশন দেশ থেকে পালানোর জায়গা পাবে না’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।
এনটিভির ফটোকার্ড যাচাই: (জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই)
আলোচিত ফটোকার্ডে থাকা তারিখের (২১ অক্টোবর) সূত্র ধরে এনটিভির ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহর নামে ‘জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই’ শীর্ষক মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও হাসনাত আবদুল্লাহ’র নামে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, জামায়াতে ইসলামকে জড়িয়ে প্রযুক্তির সাহায্যে দৈনিক আমার দেশ, কালের কন্ঠ, এনটিভির ফটোকার্ড সম্পাদনা বা নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে আলোচিত মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
Topics:
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভিডিওটি ছাত্রদলের ওপর পুলিশের হামলার নয়, ভিন্ন ঘটনার
বাংলাদেশের ৬০ শতাংশ ভোটারের আওয়ামী লীগকে পছন্দ করার দাবিটি মিথ্যা
মাদারীপুরে মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মী হত্যার দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
ভারতের পতাকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক
জামায়াতকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৩ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দৈনিক আমার দেশ, কালের কণ্ঠ এবং এনটিভি-র লোগো ও ডিজাইন ব্যবহার করে জামায়াতে ইসলামী সম্পর্কিত মন্তব্য সম্বলিত কিছু ফটোকার্ড প্রচারিত হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র নামে ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে।
দৈনিক আমার দেশ-এর লোগো ব্যবহার করে তৈরি এক ফটোকার্ডে নুরুল হক নুর-এর নামে প্রচার করা হয়েছে, “উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন।”
অন্যদিকে, কালের কণ্ঠ-এর আদলে তৈরি ফটোকার্ডে সারোয়ার তুষার-এর নামে বলা হয়েছে, “জামায়াতে ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন এনসিপি।”
এছাড়া, এনটিভি-র লোগোযুক্ত আরেক ফটোকার্ডে হাসনাত আবদুল্লাহ-র নামে প্রচার হচ্ছে, “জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই।”
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, উল্লিখিত তিনজন নেতার কেউই এমন কোনো মন্তব্য করেননি। একইভাবে, দৈনিক আমার দেশ, কালের কণ্ঠ বা এনটিভি-র কোনো মাধ্যম থেকেই এসব ফটোকার্ড প্রকাশ বা প্রচার করা হয়নি। গণমাধ্যমগুলোর ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা বা নকল করে ভুয়া মন্তব্য ছড়ানো হয়েছে।
আমার দেশের ফটোকার্ড যাচাই:
আলোচিত ফটোকার্ডে থাকা তারিখের (২১ অক্টোবর) সূত্র ধরে দৈনিক আমার দেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নুরুল হক নুরের নামে ‘উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন’ শীর্ষক মন্তব্য সম্বলিত ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, দৈনিক আমার দেশের প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত দাবি করে ছড়িয়ে পড়া ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। অর্থাৎ, আমার দেশের আদলে ফটোকার্ড তৈরি করে নুরুল হক নুরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
কালের কণ্ঠের ফটোকার্ড যাচাই: (জামায়াত ইসলাম সব জাগায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে…)
কালের কন্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২০ অক্টোবর ‘শাপলা না দিলে নির্বাচন কমিশন দেশ থেকে পালানোর জায়গা পাবে না’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।
এনটিভির ফটোকার্ড যাচাই: (জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই)
আলোচিত ফটোকার্ডে থাকা তারিখের (২১ অক্টোবর) সূত্র ধরে এনটিভির ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহর নামে ‘জামায়াত ১৬০ আসনের বেশি পাবে কোন সন্দেহ নাই’ শীর্ষক মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও হাসনাত আবদুল্লাহ’র নামে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, জামায়াতে ইসলামকে জড়িয়ে প্রযুক্তির সাহায্যে দৈনিক আমার দেশ, কালের কন্ঠ, এনটিভির ফটোকার্ড সম্পাদনা বা নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে আলোচিত মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।