| ফ্যাক্ট চেক | রাজনীতি
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
২৩ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার (বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী) ভূমিকম্প হয়। উক্ত ঘটনায় অনেক মানুষের হতা-হতের তথ্য গণমাধ্যমে এসেছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গত শুক্রবারে ভূমিকম্পের ঘটনায় বেশ কিছু পুরোনো ভিডিও, ছবি এবং এআই-সৃষ্ট কনটেন্ট প্রচার করা হচ্ছে।
ভিডিও ০১: ২০২৩ সালে তুরষ্কে ভূমিকম্প আঘাত হানার ছবি বাংলাদেশের দাবি করে প্রচার
বিধ্বস্ত বহুতল ভবনের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দাবি করা হয়, এই ছবিটি বাংলাদেশে গত ২১ নভেম্বরে ভূমিকম্পের। ছবিটি আসলে বাংলাদেশের কোনো ভূমিকম্পের ঘটনার নয়। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরষ্কের হাতায় প্রদেশে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য।
ভিডিও ০২: বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার ভিডিও দাবি করে নেপালের ভিডিও প্রচার
ঢাকায় ভুমিকম্পের দৃশ্য দাবি করে রাস্তার একটি ভিডিও ছড়ানো হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে এই ভিডিওটি ২০১৫ সালের এপ্রিলে নেপালে সংগঠিত একটি ভূমিকম্পের ঘটনার।
ভিডিও ০৩: রাজধানী বাড্ডায় ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবি করে হাইতির ছবি প্রচার
ঢাকার বাড্ডায় ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবি করে একটি ছবি ইন্টারনেটে ছড়ানো হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি ২০২১ সালের আগস্টে হাইতিতে ভূমিকম্প আঘাত হানার ঘটনার।
ভিডিও ০৪: ফ্লাইওভার ভেঙে পড়ার এআই ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার
"ঢাকা দিয়াবাড়িতে বিশাল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে" ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। তবে, যাচাই করে দেখা গেছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এবং প্রচার করা হয়েছে। ভিডিওটিতে বেশ কিছু অসংগতি (অস্বাভাবিকতা) রয়েছে, যেমন: মানুষ যখন ছোটাছুটি করছিল, তখন সাদা পোশাকের একজনকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও, ভেঙে পড়া অংশে ভেঙে পড়ার পরেও অতিরিক্ত নিখুঁত দেখা যাচ্ছিল। এগুলো এআই (AI) দ্বারা তৈরি ভিডিওর সাধারণ বৈশিষ্ট্য।
Topics:
বাংলা ফ্যাক্ট
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
২৩ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার (বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী) ভূমিকম্প হয়। উক্ত ঘটনায় অনেক মানুষের হতা-হতের তথ্য গণমাধ্যমে এসেছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গত শুক্রবারে ভূমিকম্পের ঘটনায় বেশ কিছু পুরোনো ভিডিও, ছবি এবং এআই-সৃষ্ট কনটেন্ট প্রচার করা হচ্ছে।
ভিডিও ০১: ২০২৩ সালে তুরষ্কে ভূমিকম্প আঘাত হানার ছবি বাংলাদেশের দাবি করে প্রচার
বিধ্বস্ত বহুতল ভবনের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দাবি করা হয়, এই ছবিটি বাংলাদেশে গত ২১ নভেম্বরে ভূমিকম্পের। ছবিটি আসলে বাংলাদেশের কোনো ভূমিকম্পের ঘটনার নয়। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরষ্কের হাতায় প্রদেশে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য।
ভিডিও ০২: বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার ভিডিও দাবি করে নেপালের ভিডিও প্রচার
ঢাকায় ভুমিকম্পের দৃশ্য দাবি করে রাস্তার একটি ভিডিও ছড়ানো হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে এই ভিডিওটি ২০১৫ সালের এপ্রিলে নেপালে সংগঠিত একটি ভূমিকম্পের ঘটনার।
ভিডিও ০৩: রাজধানী বাড্ডায় ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবি করে হাইতির ছবি প্রচার
ঢাকার বাড্ডায় ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবি করে একটি ছবি ইন্টারনেটে ছড়ানো হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি ২০২১ সালের আগস্টে হাইতিতে ভূমিকম্প আঘাত হানার ঘটনার।
ভিডিও ০৪: ফ্লাইওভার ভেঙে পড়ার এআই ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার
"ঢাকা দিয়াবাড়িতে বিশাল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে" ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। তবে, যাচাই করে দেখা গেছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এবং প্রচার করা হয়েছে। ভিডিওটিতে বেশ কিছু অসংগতি (অস্বাভাবিকতা) রয়েছে, যেমন: মানুষ যখন ছোটাছুটি করছিল, তখন সাদা পোশাকের একজনকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও, ভেঙে পড়া অংশে ভেঙে পড়ার পরেও অতিরিক্ত নিখুঁত দেখা যাচ্ছিল। এগুলো এআই (AI) দ্বারা তৈরি ভিডিওর সাধারণ বৈশিষ্ট্য।