| ফ্যাক্ট চেক | রাজনীতি
শিরোনামে ‘ভারতের কৃতিত্ব’ যোগ করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার
১৫ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন- এমন দাবি করে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ফার্স্টপোস্ট। গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা বলেছেন বলে উল্লেখ আছে প্রতিবেদনটিতে।
তবে যাচাইয়ে দেখা গিয়েছে, তারেক রহমান গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কোনো মন্তব্য করেননি। বরং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথে বলেছিলেন।
গত সোমবার (৫ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অনুসন্ধানে সেদিন বাংলাদেশ সংবাদ সংস্থা ও দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়।
সাক্ষাৎকালে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্টের (ডিইউএফ) নেতাদের বলেন, ‘মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।’
তিনি বলেছেন, ‘সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।’
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে হবে।’
পাশাপাশি ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্টের (ডিইউএফ) নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। তবে এসব প্রতিবেদনে ভারত নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, দেশের অন্যান্য গণমাধ্যম সূত্রেও এর সত্যতা পাওয়া যায়নি।
তাছাড়া, ফার্স্টপোস্ট তারেক রহমানের সঙ্গে ভারতকে জড়িয়ে এই প্রতিবেদনের শিরোনাম লিখলেও পুরো সংবাদে এই বিষয়ে কিছুই উল্লেখ করেনি। এমনকি সম্পূর্ণ প্রতিবেদন পড়ে এর শিরোনাম ছাড়া অন্য কোনো অংশে ‘ভারত’ শব্দই উল্লেখ পাওয়া যায়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন- এমন দাবি করে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ফার্স্টপোস্টে প্রকাশিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
বাংলাদেশ সংবাদ সংস্থা
দৈনিক ইত্তেফাক
Topics:
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার
ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠকের আগে অ্যালেক্স এন. ওয়াং-কে বরখাস্ত করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়
আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে বলেছেন ট্যামি ব্রুস- দাবিটি মিথ্যা
ফ্যাক্ট চেক
শিরোনামে ‘ভারতের কৃতিত্ব’ যোগ করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার
১৫ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন- এমন দাবি করে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ফার্স্টপোস্ট। গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা বলেছেন বলে উল্লেখ আছে প্রতিবেদনটিতে।
তবে যাচাইয়ে দেখা গিয়েছে, তারেক রহমান গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কোনো মন্তব্য করেননি। বরং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথে বলেছিলেন।
গত সোমবার (৫ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অনুসন্ধানে সেদিন বাংলাদেশ সংবাদ সংস্থা ও দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়।
সাক্ষাৎকালে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্টের (ডিইউএফ) নেতাদের বলেন, ‘মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।’
তিনি বলেছেন, ‘সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।’
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে হবে।’
পাশাপাশি ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্টের (ডিইউএফ) নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। তবে এসব প্রতিবেদনে ভারত নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, দেশের অন্যান্য গণমাধ্যম সূত্রেও এর সত্যতা পাওয়া যায়নি।
তাছাড়া, ফার্স্টপোস্ট তারেক রহমানের সঙ্গে ভারতকে জড়িয়ে এই প্রতিবেদনের শিরোনাম লিখলেও পুরো সংবাদে এই বিষয়ে কিছুই উল্লেখ করেনি। এমনকি সম্পূর্ণ প্রতিবেদন পড়ে এর শিরোনাম ছাড়া অন্য কোনো অংশে ‘ভারত’ শব্দই উল্লেখ পাওয়া যায়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন- এমন দাবি করে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ফার্স্টপোস্টে প্রকাশিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
বাংলাদেশ সংবাদ সংস্থা
দৈনিক ইত্তেফাক