| ফ্যাক্ট চেক | রাজনীতি
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি” — এমন মন্তব্য করেছেন দাবি করে যমুনা টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন কোনো মন্তব্য করেননি। বরং কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে তারেক রহমানকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে। তাছাড়া, যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
এছাড়াও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে যমুনা টিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটিতে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন — যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। তাছাড়া বানানেও অসঙ্গতি পাওয়া যায়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।
যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া”
এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, “তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি।”
অর্থাৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি”এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।
Topics:
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
বিজয় দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিওটি ২০২১ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ঐকমত্য কমিশনের খরচ নিয়ে অপপ্রচার
জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ ও আসিফের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার
হাসিনার কণ্ঠের টেপ রেকর্ডিংয়ের ব্যাপারে "নিশ্চিত না"- বক্তব্যটি আওয়ামী লীগ মুখপাত্রের, বিবিসি'র নয়
ফ্যাক্ট চেক
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি” — এমন মন্তব্য করেছেন দাবি করে যমুনা টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন কোনো মন্তব্য করেননি। বরং কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে তারেক রহমানকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে। তাছাড়া, যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
এছাড়াও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে যমুনা টিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটিতে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন — যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। তাছাড়া বানানেও অসঙ্গতি পাওয়া যায়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।
যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া”
এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, “তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি।”
অর্থাৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি”এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।