| ফ্যাক্ট চেক
পিটার হাস ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ছড়ানো যাত্রী-তালিকাটি ভুয়া
৬ আগস্ট ২০২৫

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ছড়ানো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকাটি আসল নয়, বরং ভুয়া। প্রকৃতপক্ষে, ইন্টারনেটে ছড়ানো আলোচিত তালিকাটি পর্যবেক্ষণ করে বেশকিছু অসঙ্গতি খুঁজে পায় বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের পাঠকদের সুবিধার্থে কথিত তালিকাটির বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হল:
প্রতিষ্ঠানের নামের ভুল উপস্থাপন
ইন্টারনেটে ছড়ানো তালিকাটিতে প্রতিষ্ঠানের নাম হিসেবে ‘বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ’ উল্লেখ আছে। এই নামে বাংলাদেশে বিমান সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এই প্রতিষ্ঠানের আসল নাম ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’।
লাউঞ্জের নামের ভুল উপস্থাপন
এই তালিকাটির টাইটেলে ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ উল্লেখ থাকলেও এর ৮ নম্বর কলামে রজনীগন্ধা লাউঞ্জ উল্লেখ করা। আজকের পত্রিকায় ২০২২ সালের ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ আছে চারটি। সেগুলো হলো, রজনীগন্ধা, বকুল, দোলনচাঁপা ও চামেলী। অর্থাৎ, টাইটেলে ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ উল্লেখ করে বিস্তারিত তথ্যের কলামে আবার রজনীগন্ধা লাউঞ্জের তথা ভিন্ন লাউঞ্জের তথ্য উল্লেখ করা হয়েছে।
ফ্লাইটের সময়ের ভুল উপস্থাপন
তালিকাটিতে পিটার হাসের ফ্লাইটের নম্বর হিসেবে ‘EK 583’ এবং ফ্লাইট ছাড়ার সময় হিসেবে গতকাল (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ উল্লেখ আছে। তবে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ট্র্যাকিং ডেটা প্রদানকারী প্রযুক্তি কোম্পানি ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যানুযায়ী ‘EK 583’ ফ্লাইটটি গতকাল সকাল ১০টা ৫২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর ১টা ২৯ মিনিটে পৌঁছায়।
পিটার হাসের পদবির বানানে ভুল উপস্থাপন
এই তালিকাটিতে পিটার হাসের পদবিতে ইংরেজিতে ‘Embassador (Ex)’ উল্লেখ আছে। যার গ্রহণযোগ্য ও শুদ্ধ বানান হচ্ছে ‘Ambassador’।
অন্যান্য কর্মকর্তাদের পদবির ভুল উপস্থাপন
তালিকাটিতে মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক যুগান্তরে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এছাড়া, তালিকাটিতে মো রুহুল আলম সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্টে গত ১৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন শেষে গত ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান।
তাছাড়া, এই তালিকাটির নিচে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালকের (এভসেক আইডি পারমিট) সাক্ষর উল্লেখ রয়েছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালকের (এভসেক আইডি পারমিট) দায়ীত্বে নাছিমা শাহিন কর্মরত আছেন।
কথিত তালিকাটির বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এভসেক আইডি পারমিট) নাছিমা শাহিনের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই তালিকাটি সম্পূর্ণ ভুয়া। এটার কোনো সত্যতা নেই।”
অর্থাৎ, পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ইন্টারনেটে ছড়ানো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকার ছবিটি ভুয়া।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
পিটার হাস ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ছড়ানো যাত্রী-তালিকাটি ভুয়া
৬ আগস্ট ২০২৫

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ছড়ানো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকাটি আসল নয়, বরং ভুয়া। প্রকৃতপক্ষে, ইন্টারনেটে ছড়ানো আলোচিত তালিকাটি পর্যবেক্ষণ করে বেশকিছু অসঙ্গতি খুঁজে পায় বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের পাঠকদের সুবিধার্থে কথিত তালিকাটির বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হল:
প্রতিষ্ঠানের নামের ভুল উপস্থাপন
ইন্টারনেটে ছড়ানো তালিকাটিতে প্রতিষ্ঠানের নাম হিসেবে ‘বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ’ উল্লেখ আছে। এই নামে বাংলাদেশে বিমান সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এই প্রতিষ্ঠানের আসল নাম ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’।
লাউঞ্জের নামের ভুল উপস্থাপন
এই তালিকাটির টাইটেলে ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ উল্লেখ থাকলেও এর ৮ নম্বর কলামে রজনীগন্ধা লাউঞ্জ উল্লেখ করা। আজকের পত্রিকায় ২০২২ সালের ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ আছে চারটি। সেগুলো হলো, রজনীগন্ধা, বকুল, দোলনচাঁপা ও চামেলী। অর্থাৎ, টাইটেলে ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ উল্লেখ করে বিস্তারিত তথ্যের কলামে আবার রজনীগন্ধা লাউঞ্জের তথা ভিন্ন লাউঞ্জের তথ্য উল্লেখ করা হয়েছে।
ফ্লাইটের সময়ের ভুল উপস্থাপন
তালিকাটিতে পিটার হাসের ফ্লাইটের নম্বর হিসেবে ‘EK 583’ এবং ফ্লাইট ছাড়ার সময় হিসেবে গতকাল (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ উল্লেখ আছে। তবে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ট্র্যাকিং ডেটা প্রদানকারী প্রযুক্তি কোম্পানি ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যানুযায়ী ‘EK 583’ ফ্লাইটটি গতকাল সকাল ১০টা ৫২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর ১টা ২৯ মিনিটে পৌঁছায়।
পিটার হাসের পদবির বানানে ভুল উপস্থাপন
এই তালিকাটিতে পিটার হাসের পদবিতে ইংরেজিতে ‘Embassador (Ex)’ উল্লেখ আছে। যার গ্রহণযোগ্য ও শুদ্ধ বানান হচ্ছে ‘Ambassador’।
অন্যান্য কর্মকর্তাদের পদবির ভুল উপস্থাপন
তালিকাটিতে মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক যুগান্তরে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এছাড়া, তালিকাটিতে মো রুহুল আলম সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্টে গত ১৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন শেষে গত ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান।
তাছাড়া, এই তালিকাটির নিচে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালকের (এভসেক আইডি পারমিট) সাক্ষর উল্লেখ রয়েছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালকের (এভসেক আইডি পারমিট) দায়ীত্বে নাছিমা শাহিন কর্মরত আছেন।
কথিত তালিকাটির বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এভসেক আইডি পারমিট) নাছিমা শাহিনের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই তালিকাটি সম্পূর্ণ ভুয়া। এটার কোনো সত্যতা নেই।”
অর্থাৎ, পিটার হাস গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করেছেন দাবি করে ইন্টারনেটে ছড়ানো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘দোলনচাঁপা ভিআইপি ২’ এর যাত্রীদের তালিকার ছবিটি ভুয়া।