| ফ্যাক্ট চেক

কক্সবাজারে সহিংসতার দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

১৪ আগস্ট ২০২৫


বিভ্রান্তিকর

কক্সবাজারে গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে একজন নারীকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবক হত্যা করছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গ্রামের রাস্তায় একজন যুবক এক নারীকে দা-সদৃশ অস্ত্র দিয়ে আঘাত করছেন। সামনে কয়েকজন দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওই নারীকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দৃশ্যটি কক্সবাজারের কোনো সহিংসতার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকায় গত ১০ আগস্ট পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে এক যুবক তার মাকে হত্যা করে। এটি সেই ঘটনার দৃশ্য।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান BIG TV-র ইউটিউব চ্যানেলে ১১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকায় পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে শিব নামের ওই যুবক তার মা নরসাম্মাকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ১১ আগস্ট এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ১০ আগস্ট অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকার জে শিবাজি (৩০) সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে মা জে নরসাম্মাকে (৫০) হত্যা করেন।

এলুরু জেলার পুলিশ সুপার প্রতাপ শিব কিশোর সংবাদ সংস্থাটিকে বলেন, ‘পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে কোয়ালাগুদেমের এক ব্যক্তি তার মাকে হত্যা করেছে।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার তথ্য গণমাধ্যমে এসেছে।

অর্থাৎ, ভারতের অন্ধ্রপ্রদেশে পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে এক যুবক তার মাকে হত্যার দৃশ্য কক্সবাজারের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

কক্সবাজারে সহিংসতার দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

১৪ আগস্ট ২০২৫

কক্সবাজারে সহিংসতার দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

কক্সবাজারে গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে একজন নারীকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবক হত্যা করছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গ্রামের রাস্তায় একজন যুবক এক নারীকে দা-সদৃশ অস্ত্র দিয়ে আঘাত করছেন। সামনে কয়েকজন দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওই নারীকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দৃশ্যটি কক্সবাজারের কোনো সহিংসতার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকায় গত ১০ আগস্ট পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে এক যুবক তার মাকে হত্যা করে। এটি সেই ঘটনার দৃশ্য।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান BIG TV-র ইউটিউব চ্যানেলে ১১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকায় পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে শিব নামের ওই যুবক তার মা নরসাম্মাকে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ১১ আগস্ট এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ১০ আগস্ট অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার কোয়ালাগুদেম এলাকার জে শিবাজি (৩০) সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে মা জে নরসাম্মাকে (৫০) হত্যা করেন।

এলুরু জেলার পুলিশ সুপার প্রতাপ শিব কিশোর সংবাদ সংস্থাটিকে বলেন, ‘পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে কোয়ালাগুদেমের এক ব্যক্তি তার মাকে হত্যা করেছে।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার তথ্য গণমাধ্যমে এসেছে।

অর্থাৎ, ভারতের অন্ধ্রপ্রদেশে পারিবারিক সম্পদ বিক্রি নিয়ে বিরোধের জেরে এক যুবক তার মাকে হত্যার দৃশ্য কক্সবাজারের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।