| ফ্যাক্ট চেক
গুলি করে হত্যার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
৬ অক্টোবর ২০২৫

মিথ্যা
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি আসলে ভারতের উত্তর প্রদেশের মীরাটে সংঘটিত এক ঘটনার দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনাটি কয়েক মাস আগে ভারতের উত্তর প্রদেশের মীরাটে ঘটেছিল। ভাষ্কর নিউজসহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র:
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
গুলি করে হত্যার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
৬ অক্টোবর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি আসলে ভারতের উত্তর প্রদেশের মীরাটে সংঘটিত এক ঘটনার দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনাটি কয়েক মাস আগে ভারতের উত্তর প্রদেশের মীরাটে ঘটেছিল। ভাষ্কর নিউজসহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: