| অনুসন্ধান

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য আলী রীয়াজ করেননি

১৮ এপ্রিল ২০২৫


মিথ্যা

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কারের প্রধান অধ্যাপক আলী রীয়াজ করেননি। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা গতকাল (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময়ে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়।
বক্তব্যের এক পর্যায়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা যেটা যেটা জানি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে’।

এদিকে জাতীয় দৈনিক যুগান্তরের বরাত দিয়ে বিভিন্ন ফটোকার্ড বানিয়ে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে- ‘বিএনপি সংস্কারের বিপক্ষে নয়; যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে’। এ বিষয়ে আলী রীয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, এমন মন্তব্য তিনি করেননি। নজরুল ইসলাম (বিএনপি নেতা) করেছেন।

আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




অনুসন্ধান

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য আলী রীয়াজ করেননি

১৮ এপ্রিল ২০২৫

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য আলী রীয়াজ করেননি

যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কারের প্রধান অধ্যাপক আলী রীয়াজ করেননি। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা গতকাল (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময়ে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়।
বক্তব্যের এক পর্যায়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা যেটা যেটা জানি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে’।

এদিকে জাতীয় দৈনিক যুগান্তরের বরাত দিয়ে বিভিন্ন ফটোকার্ড বানিয়ে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে- ‘বিএনপি সংস্কারের বিপক্ষে নয়; যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে’। এ বিষয়ে আলী রীয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, এমন মন্তব্য তিনি করেননি। নজরুল ইসলাম (বিএনপি নেতা) করেছেন।

আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন।