| ফ্যাক্ট চেক
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার
২৬ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ফার্মগেট মেট্রোস্টেশন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সদস্যরা একজনের হাত-পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি হত্যাকাণ্ডের ঘটনার নয় বরং দুর্ঘটনার। আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ার ঘটনায় এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে নিহত হন। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওতে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, আজ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন মারা যান।
একই বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আরও জানা যায়, রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। শরীয়তপুরে তাঁর গ্রামের বাড়ি। এর পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থাৎ, দুর্ঘটনার ভিডিওকে হত্যাকাণ্ড হিসেবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
ফ্যাক্ট চেক
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার}
২৬ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ফার্মগেট মেট্রোস্টেশন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সদস্যরা একজনের হাত-পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি হত্যাকাণ্ডের ঘটনার নয় বরং দুর্ঘটনার। আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ার ঘটনায় এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে নিহত হন। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওতে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, আজ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন মারা যান।
একই বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আরও জানা যায়, রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। শরীয়তপুরে তাঁর গ্রামের বাড়ি। এর পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থাৎ, দুর্ঘটনার ভিডিওকে হত্যাকাণ্ড হিসেবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র