| ফ্যাক্ট চেক
২০২৩ সালের ভিডিও দিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের মিথ্যা দাবি
৩ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ মে এবং একই বছরের ৩ আগস্টে ভিন্ন দুই ঘটনায় সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ও বিক্ষোভ হয়। সেই দুই ঘটনার ফুটেজ ব্যবহার করে ভিডিওটি তৈরি করে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ২০২৩ সালের ১৬ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আবারও আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভিডিওটির আরও কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
২০২৩ সালের ৩ আগস্টে প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এই ঘটনায় সেদিন রাতে বিএনপিপন্থি ১৮ আইনজীবীসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ২০২৩ সালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্যকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিল দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Somoy TV. The Daily Star, Independent TV, Ekattor TV, Prothom alo
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন

ফ্যাক্ট চেক
২০২৩ সালের ভিডিও দিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের মিথ্যা দাবি
৩ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ মে এবং একই বছরের ৩ আগস্টে ভিন্ন দুই ঘটনায় সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ও বিক্ষোভ হয়। সেই দুই ঘটনার ফুটেজ ব্যবহার করে ভিডিওটি তৈরি করে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ২০২৩ সালের ১৬ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আবারও আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভিডিওটির আরও কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
২০২৩ সালের ৩ আগস্টে প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এই ঘটনায় সেদিন রাতে বিএনপিপন্থি ১৮ আইনজীবীসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ২০২৩ সালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্যকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিল দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Somoy TV. The Daily Star, Independent TV, Ekattor TV, Prothom alo