| ফ্যাক্ট চেক | জাতীয়

হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য

৭ সেপ্টেম্বর ২০২৫


হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য
মিথ্যা

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে এক থেকে তিনজন নিহত হওয়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ দাবি সম্পূর্ণ মিথ্যা। রাত ১২টা ৭ মিনিটে MBA Times নামের একটি ফেসবুক পেইজে পোস্ট দেওয়া হয়—“হাটহাজারিতে ৩ জন নিহত।” মাত্র ১৩ মিনিটে এ পোস্টে প্রায় ৩ হাজার রিএকশন জমা হয়। প্রায় একই সময়ে আফিক আবদুল্লাহ নামে এক ব্যক্তির আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তিনি শোনা খবরের ভিত্তিতে নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন, যদিও নিজেই নিশ্চিত নন বলে উল্লেখ করেন। কিন্তু ভিডিওর ক্যাপশনে লেখা হয়—“আমাদের দুই ভাই শহীদ হয়েছে আমরা খবর পাচ্ছি। সুশীলগীরি করিয়েন না।” এ ভিডিওটি এই লেখা পর্যন্ত প্রায় ৪ লাখ ৪২ হাজার বার দেখা হয়েছে। অন্যদিকে BDS NEWS 24 নামের একটি পেইজ ফটোকার্ড প্রকাশ করে দাবি করে—“সুন্নী জামাতের আক্রমণে হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী একজন নি'হত।”


MBA Times তাদের পোস্ট এডিট করে পরে “অনির্ভরযোগ্য সূত্রে হাটহাজারীতে ৩ জন নিহতের কথা শোনা যাচ্ছে। বিস্তারিত অনুসন্ধান চলছে” লেখে, এবং সবশেষে এডিট করে ভুল তথ্যের জন্য দুঃখপ্রকাশ করে। আফিক আবদুল্লাহ ভিডিওটি মুছেননি বা ক্যাপশন পরিবর্তন করেননি, তবে আলাদা একটি পোস্টে লিখেছেন—“হাটহাজারী মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল থেকে এখনো কোনো মৃত্যুর খবর জানায়নি। আশা করছি কেউ শহীদ হয়নি। মোটামুটি নিশ্চিত।”


নিহত হওয়া সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই এসব পোস্টে “ইন্না লিল্লাহ” লিখে মন্তব্য করেছেন এবং শেয়ার দিয়েছেন। অর্থাৎ, ভুয়া তথ্যগুলো ‘খবর পাচ্ছি’ বা ‘শোনা যাচ্ছে’ বলে উপস্থাপিত হলেও মানুষ সেগুলোকে নিশ্চিত ঘটনা ভেবে প্রতিক্রিয়া জানিয়েছে, যা বিভ্রান্তি আরও বাড়িয়েছে।


বাস্তবতা হলো, হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষে কোনো নিহতের ঘটনা ঘটেনি। কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলামও কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেন।



Topics:



হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের

আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের দৃশ্যকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ বলে প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫

আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের দৃশ্যকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ বলে প্রচার

হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে
মিথ্যা
১১ নভেম্বর ২০২৫

হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে

ভিডিওটি ভারতে বাংলাদেশি তাড়ানোর নয়, গরু ব্যবসায়ীদের ওপর বিজেপি নেতার হামলার ঘটনার
মিথ্যা
৬ নভেম্বর ২০২৫

ভিডিওটি ভারতে বাংলাদেশি তাড়ানোর নয়, গরু ব্যবসায়ীদের ওপর বিজেপি নেতার হামলার ঘটনার

ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে বাংলাদশের বলে প্রচার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৫

ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে বাংলাদশের বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য

ফ্যাক্ট চেক

হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য

৭ সেপ্টেম্বর ২০২৫

হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে এক থেকে তিনজন নিহত হওয়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ দাবি সম্পূর্ণ মিথ্যা। রাত ১২টা ৭ মিনিটে MBA Times নামের একটি ফেসবুক পেইজে পোস্ট দেওয়া হয়—“হাটহাজারিতে ৩ জন নিহত।” মাত্র ১৩ মিনিটে এ পোস্টে প্রায় ৩ হাজার রিএকশন জমা হয়। প্রায় একই সময়ে আফিক আবদুল্লাহ নামে এক ব্যক্তির আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তিনি শোনা খবরের ভিত্তিতে নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন, যদিও নিজেই নিশ্চিত নন বলে উল্লেখ করেন। কিন্তু ভিডিওর ক্যাপশনে লেখা হয়—“আমাদের দুই ভাই শহীদ হয়েছে আমরা খবর পাচ্ছি। সুশীলগীরি করিয়েন না।” এ ভিডিওটি এই লেখা পর্যন্ত প্রায় ৪ লাখ ৪২ হাজার বার দেখা হয়েছে। অন্যদিকে BDS NEWS 24 নামের একটি পেইজ ফটোকার্ড প্রকাশ করে দাবি করে—“সুন্নী জামাতের আক্রমণে হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী একজন নি'হত।”


MBA Times তাদের পোস্ট এডিট করে পরে “অনির্ভরযোগ্য সূত্রে হাটহাজারীতে ৩ জন নিহতের কথা শোনা যাচ্ছে। বিস্তারিত অনুসন্ধান চলছে” লেখে, এবং সবশেষে এডিট করে ভুল তথ্যের জন্য দুঃখপ্রকাশ করে। আফিক আবদুল্লাহ ভিডিওটি মুছেননি বা ক্যাপশন পরিবর্তন করেননি, তবে আলাদা একটি পোস্টে লিখেছেন—“হাটহাজারী মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল থেকে এখনো কোনো মৃত্যুর খবর জানায়নি। আশা করছি কেউ শহীদ হয়নি। মোটামুটি নিশ্চিত।”


নিহত হওয়া সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই এসব পোস্টে “ইন্না লিল্লাহ” লিখে মন্তব্য করেছেন এবং শেয়ার দিয়েছেন। অর্থাৎ, ভুয়া তথ্যগুলো ‘খবর পাচ্ছি’ বা ‘শোনা যাচ্ছে’ বলে উপস্থাপিত হলেও মানুষ সেগুলোকে নিশ্চিত ঘটনা ভেবে প্রতিক্রিয়া জানিয়েছে, যা বিভ্রান্তি আরও বাড়িয়েছে।


বাস্তবতা হলো, হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষে কোনো নিহতের ঘটনা ঘটেনি। কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলামও কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেন।