| এক্সপ্লেইনার | এক্সপ্লেইন
সুরভীর বিরুদ্ধে মামলায় ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ, পুলিশের ‘বেনামি’ বরাতে গণমাধ্যম বানাল ৫০ কোটি
৫ জানুয়ারী ২০২৬
দৈনিক কালবেলার মোজো সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের করা চাঁদাবাজির এক মামলায় কারাগারে রয়েছেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ও ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সুরভী বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলেও, বাংলাফ্যাক্ট মামলার এজহার বিশ্লেষণ করে দেখেছে, এই পরিমাণ অর্থের চাঁদাবাজির উল্লেখ এজহারে নেই।
এদিকে মামলার বাদী নাঈমুর রহমান দুর্জয়ের সাংবাদিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তার সাংবাদিক পরিচয় ও পেশাগত কর্মকাণ্ড ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে। দুর্জয়ের বিরুদ্ধেও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথা সামনে এসেছে।
‘বেনামি’ বরাতে ৫০ ‘হাজার’ হয়ে গেলো ৫০ ‘কোটি’
পুলিশের ‘বেনামি’ বরাতে দৈনিক ইত্তেফাক,সময়ের আলো, আমাদের সময়, কালের কণ্ঠ, আরটিভি অনলাইন, এখন টিভি, একুশে টিভি, জাগো নিউজ, ডিবিসি নিউজ, এটিএন নিউজসহ নানা গণমাধ্যমে এসেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের নেতৃত্ব দেওয়া সুরভী প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন।
সুরভীকে গ্রেপ্তারের পর উপরোল্লিখিত গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয় ‘সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’
গণমাধ্যমগুলো শব্দ ও বাক্যের কিঞ্চিত পরিবর্তন করে প্রায় একই বক্তব্য উল্লেখ করেছে। তবে কোনো গণমাধ্যমই নির্দিষ্টভাবে পুলিশের কোন পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তা উল্লেখ না করে, কেবল ‘পুলিশ সূত্রে’র কথা বলে সংবাদ পরিবেশন করেছে।
তবে মামলার নথিপত্র বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট দেখেছে, বাস্তব চিত্র ভিন্ন। মামলার বাদির দাখিল করা এজাহারের সঙ্গে এসব প্রতিবেদনের মিল পাওয়া যায়নি। এজাহারে বলা হয়, ১৮ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে তাহরিমা জামান সুরভী হোয়াটসঅ্যাপে ফোন করে গাজীপুর চন্দ্রা চৌরাস্তা এলাকায় গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিক দুর্জয়কে ডেকে নেন। পরে তাকে কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে বিকাশে ৪৪ হাজার ৭০০ টাকা এবং নগদ ৪ হাজার ৫৭০ টাকা নেওয়া হয়। মোট অর্থ ৪৯ হাজার ২৭০ টাকা।
গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় এ মামলা দায়ের করে সাংবাদিক দুর্জয়। মামলায় প্রায় ৫০ হাজার টাকা আদায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উল্লেখ থাকলেও, গণমাধ্যমে তা কীভাবে ‘৫০ কোটি টাকা চাঁদাবাজি’ হিসেবে উপস্থাপিত হলো—সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না জানতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট।
তিনি বলেন, ‘৫০ কোটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এজহারে ৫ লাখ টাকা চাঁদা দাবির বিষয় উল্লেখ করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন। ৫০ কোটির বিষয় কেমনে ছড়িয়েছে, তা জানি না।’
সাংবাদিক পরিচয় ও অডিওক্লিপ নিয়ে বিতর্ক
জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গত বছরের ৪ আগস্ট একদল সাংবাদিককে পুরস্কৃত করে, সেখানেও নাম আছে দুর্জয়ের। সেখানে তিনি নিজেকে দেশ টিভির সাংবাদিক বলে পরিচয় দেন।
পরবর্তীতে দুর্জয় নামে দ্রশ টিভিতে কোনো সাংবাদিক নেই উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট ও ফটোকার্ড সংবলিত সংবাদ প্রকাশ করে গণমাধ্যমটি। যদিও সেসময় দুর্জয় বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার এবং বর্তমানে কালবেলা’য় মোজো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে, একটি ১৪ সেকেন্ডের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওটি দুর্জয় ও সুরভীর কথোপকথন বলে দাবি করা হচ্ছে। ক্লিপে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে কক্সবাজারে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শোনা যায়। তবে বাংলাফ্যাক্ট অডিও রেকর্ডিংটি স্বাধীনভাবে যাচাই করেনি।
এদিকে, ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে, আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানিতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে এই রিমান্ড আবেদন করে পুলিশ। তাহরিমা জান্নাত সুরভীর জন্ম সনদ যাচাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, তাঁর জন্মতারিখ ২৯ নভেম্বর ২০০৮।
Topics:
বাংলা ফ্যাক্ট
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের ঘটনায় সালাহউদ্দিন আহমেদের বক্তব্য গণনাধ্যমে বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন
জাতিসংঘ কখন কোন অবস্থায় নির্বাচন পর্যবেক্ষক পাঠায়
ব্যাক্তিগত কৃতিত্ব নয়, বাংলাদেশের কৃষক ও জনগণের সক্ষমতার কথা বলেছেন প্রধান উপদেষ্টা
শুধু বাংলাদেশের নয়, অর্থ ঘাটতিতে শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ ছাটাই
তথ্য উপদেষ্টার বক্তব্যের বিকৃতি জুলাইকে ‘মব’-এর সাথে মেলানোর বিপক্ষেই বলেছেন মাহফুজ আলম
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
এক্সপ্লেইনার
সুরভীর বিরুদ্ধে মামলায় ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ, পুলিশের ‘বেনামি’ বরাতে গণমাধ্যম বানাল ৫০ কোটি
৫ জানুয়ারী ২০২৬
দৈনিক কালবেলার মোজো সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের করা চাঁদাবাজির এক মামলায় কারাগারে রয়েছেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ও ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সুরভী বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলেও, বাংলাফ্যাক্ট মামলার এজহার বিশ্লেষণ করে দেখেছে, এই পরিমাণ অর্থের চাঁদাবাজির উল্লেখ এজহারে নেই।
এদিকে মামলার বাদী নাঈমুর রহমান দুর্জয়ের সাংবাদিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তার সাংবাদিক পরিচয় ও পেশাগত কর্মকাণ্ড ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে। দুর্জয়ের বিরুদ্ধেও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথা সামনে এসেছে।
‘বেনামি’ বরাতে ৫০ ‘হাজার’ হয়ে গেলো ৫০ ‘কোটি’
পুলিশের ‘বেনামি’ বরাতে দৈনিক ইত্তেফাক,সময়ের আলো, আমাদের সময়, কালের কণ্ঠ, আরটিভি অনলাইন, এখন টিভি, একুশে টিভি, জাগো নিউজ, ডিবিসি নিউজ, এটিএন নিউজসহ নানা গণমাধ্যমে এসেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের নেতৃত্ব দেওয়া সুরভী প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন।
সুরভীকে গ্রেপ্তারের পর উপরোল্লিখিত গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয় ‘সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’
গণমাধ্যমগুলো শব্দ ও বাক্যের কিঞ্চিত পরিবর্তন করে প্রায় একই বক্তব্য উল্লেখ করেছে। তবে কোনো গণমাধ্যমই নির্দিষ্টভাবে পুলিশের কোন পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তা উল্লেখ না করে, কেবল ‘পুলিশ সূত্রে’র কথা বলে সংবাদ পরিবেশন করেছে।
তবে মামলার নথিপত্র বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট দেখেছে, বাস্তব চিত্র ভিন্ন। মামলার বাদির দাখিল করা এজাহারের সঙ্গে এসব প্রতিবেদনের মিল পাওয়া যায়নি। এজাহারে বলা হয়, ১৮ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে তাহরিমা জামান সুরভী হোয়াটসঅ্যাপে ফোন করে গাজীপুর চন্দ্রা চৌরাস্তা এলাকায় গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিক দুর্জয়কে ডেকে নেন। পরে তাকে কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে বিকাশে ৪৪ হাজার ৭০০ টাকা এবং নগদ ৪ হাজার ৫৭০ টাকা নেওয়া হয়। মোট অর্থ ৪৯ হাজার ২৭০ টাকা।
গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় এ মামলা দায়ের করে সাংবাদিক দুর্জয়। মামলায় প্রায় ৫০ হাজার টাকা আদায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উল্লেখ থাকলেও, গণমাধ্যমে তা কীভাবে ‘৫০ কোটি টাকা চাঁদাবাজি’ হিসেবে উপস্থাপিত হলো—সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না জানতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট।
তিনি বলেন, ‘৫০ কোটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এজহারে ৫ লাখ টাকা চাঁদা দাবির বিষয় উল্লেখ করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন। ৫০ কোটির বিষয় কেমনে ছড়িয়েছে, তা জানি না।’
সাংবাদিক পরিচয় ও অডিওক্লিপ নিয়ে বিতর্ক
জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গত বছরের ৪ আগস্ট একদল সাংবাদিককে পুরস্কৃত করে, সেখানেও নাম আছে দুর্জয়ের। সেখানে তিনি নিজেকে দেশ টিভির সাংবাদিক বলে পরিচয় দেন।
পরবর্তীতে দুর্জয় নামে দ্রশ টিভিতে কোনো সাংবাদিক নেই উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট ও ফটোকার্ড সংবলিত সংবাদ প্রকাশ করে গণমাধ্যমটি। যদিও সেসময় দুর্জয় বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার এবং বর্তমানে কালবেলা’য় মোজো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে, একটি ১৪ সেকেন্ডের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওটি দুর্জয় ও সুরভীর কথোপকথন বলে দাবি করা হচ্ছে। ক্লিপে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে কক্সবাজারে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শোনা যায়। তবে বাংলাফ্যাক্ট অডিও রেকর্ডিংটি স্বাধীনভাবে যাচাই করেনি।
এদিকে, ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে, আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানিতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে এই রিমান্ড আবেদন করে পুলিশ। তাহরিমা জান্নাত সুরভীর জন্ম সনদ যাচাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, তাঁর জন্মতারিখ ২৯ নভেম্বর ২০০৮।