| ফ্যাক্ট চেক | রাজনীতি
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়ে গত ১৮ ডিসেম্বর মারা যান। পরবর্তীতে পুলিশ এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে এক সন্দেহভাজনকে শনাক্ত করে ছবি প্রকাশ করে। ফয়সাল করিম মাসুদ এই ঘটনায় প্রধান আসামীও।
এরই মধ্যে, শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে- এমন মন্তব্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী করেছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল টুয়েন্টিফোরের লোগো যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
‘বিদ্রোহী বাংলা’ নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল রোববার সকাল ১০টা ৩৭ মিনিটে ফটোকার্ডটি পোস্ট করা হয়। শেখ মো. সাজ্জাত আলীর ছবিসহ ফটোকার্ডটিতে লেখা আছে, হাদি হত্যায় "মির্জা আব্বাসের" সম্পৃক্ততা পাওয়া গেছে: ডিএমপি কমিশনার’।
‘বিদ্রোহী বাংলা’র পোস্টটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১ বার শেয়ার করা হয়েছে। এর মধ্যে ‘বিদ্রোহী বাংলা’ অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করেছে।
যাচাই করে দেখা যায়, চ্যানেল টুয়েন্টিফোর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে ছড়িয়ে পড়া ফটকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, চ্যানেল টুয়েন্টিফোরের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ‘হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব : ডিএমপি কমিশনার’- এমন শিরোনামে প্রকাশিত সংবাদের ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ফটোকার্ডের সঙ্গে চ্যানেল টুয়েন্টিফোরের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য পেয়েছে বাংলাফ্যাক্ট।
এই ফটোকার্ডটির বিষয়ে জানতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইন ইনচার্জ মাযহার খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ফটোকার্ডটি আমরা প্রকাশ করিনি।’
এছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং একই দাবিতে চ্যানেল টুয়েন্টিফোরের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি বিকৃত।
তথ্যসূত্র
চ্যানেল টুয়েন্টিফোর
Topics:
মির্জা আব্বাস
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
বিজয় দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিওটি ২০২১ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সাদিক কায়েমের সঙ্গে হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীর ছবিটি এআই-সৃষ্ট
এনসিপি নেতা নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলা দাবি করে পুরোনো ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়ে গত ১৮ ডিসেম্বর মারা যান। পরবর্তীতে পুলিশ এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে এক সন্দেহভাজনকে শনাক্ত করে ছবি প্রকাশ করে। ফয়সাল করিম মাসুদ এই ঘটনায় প্রধান আসামীও।
এরই মধ্যে, শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে- এমন মন্তব্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী করেছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল টুয়েন্টিফোরের লোগো যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
‘বিদ্রোহী বাংলা’ নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল রোববার সকাল ১০টা ৩৭ মিনিটে ফটোকার্ডটি পোস্ট করা হয়। শেখ মো. সাজ্জাত আলীর ছবিসহ ফটোকার্ডটিতে লেখা আছে, হাদি হত্যায় "মির্জা আব্বাসের" সম্পৃক্ততা পাওয়া গেছে: ডিএমপি কমিশনার’।
‘বিদ্রোহী বাংলা’র পোস্টটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১ বার শেয়ার করা হয়েছে। এর মধ্যে ‘বিদ্রোহী বাংলা’ অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করেছে।
যাচাই করে দেখা যায়, চ্যানেল টুয়েন্টিফোর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে ছড়িয়ে পড়া ফটকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, চ্যানেল টুয়েন্টিফোরের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ‘হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব : ডিএমপি কমিশনার’- এমন শিরোনামে প্রকাশিত সংবাদের ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ফটোকার্ডের সঙ্গে চ্যানেল টুয়েন্টিফোরের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য পেয়েছে বাংলাফ্যাক্ট।
এই ফটোকার্ডটির বিষয়ে জানতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইন ইনচার্জ মাযহার খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ফটোকার্ডটি আমরা প্রকাশ করিনি।’
এছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সম্পৃক্ততা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং একই দাবিতে চ্যানেল টুয়েন্টিফোরের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি বিকৃত।
তথ্যসূত্র
চ্যানেল টুয়েন্টিফোর