| ফ্যাক্ট চেক | রাজনীতি
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মির্জা ফখরুলকে জড়িয়ে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার
১৬ জানুয়ারী ২০২৬
গত সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য গণমাধ্যমে ও ফেসবুকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
‘বড় দল বলতে এখনও আওয়ামী লীগকেই মনে করি'- এমন মন্তব্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে দাবি করে ‘প্রতিদিন খবর’ ও ‘Cumilla News’ নামের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজ থেকে ফটোকার্ড প্রকাশ করেছে। ফটোকার্ড দুটি আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে শেয়ার করা হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বড় দল বলতে এখনও আওয়ামী লীগকেই মনে করি'- এমন মন্তব্য করেননি। বরঞ্চ তিনি বলেছেন, ‘নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এতদিন ধরে বোঝানো হতো এটি বড় দল।’
এই বিষয়ে অনুসন্ধানে এখন টিভির ইউটিউব চ্যানেলে গত সোমবার (১২ জানুয়ারি) মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেদিন সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই সাক্ষাৎকার দেন।
সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘স্যার বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে আপনি…?(কীভাবে দেখছেন?)
মির্জা ফখরুল পাল্টা জিজ্ঞাসা করেন, ‘বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে দেখছেন? তখন সাংবাদিক বলেন, ’বিএনপি ও জামাত।’
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আচ্ছা আমরা তো এতদিন দেখে এসেছি বড় দুই দল বলতে বোঝানো হতো যে আওয়ামী লীগ। যেটা এখন নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি। পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো, সবকিছুই কিন্তু বিএনপির অর্জন এবং যে সংস্কার, আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্স ফর্ম থেকে পারলাম ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে। অতীতে করেছে বিএনপি ৩১ দফার মধ্য দিয়ে ওটাকে নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার গুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহিত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে, বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিশিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপির সক্ষম হয়েছে।’
এই বক্তব্যে কোথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যে এখনও তিনি আওয়ামী লীগকে বড় দল মনে করেন। বরং, তিনি বলেছেন, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এতদিন ধরে বোঝানো হতো যে এটি একটি বড় দল।
অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য গণমাধ্যমে ও ফেসবুকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র
এখন টিভি
Topics:
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ভিডিওটি সাম্প্রতিক নয়, পুরোনো
নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
জুলাই অভ্যুত্থানে শহীদেরা জামায়াতের হাতে নিহত - এ দাবি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মির্জা ফখরুলকে জড়িয়ে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার
১৬ জানুয়ারী ২০২৬
গত সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য গণমাধ্যমে ও ফেসবুকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
‘বড় দল বলতে এখনও আওয়ামী লীগকেই মনে করি'- এমন মন্তব্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে দাবি করে ‘প্রতিদিন খবর’ ও ‘Cumilla News’ নামের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজ থেকে ফটোকার্ড প্রকাশ করেছে। ফটোকার্ড দুটি আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে শেয়ার করা হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বড় দল বলতে এখনও আওয়ামী লীগকেই মনে করি'- এমন মন্তব্য করেননি। বরঞ্চ তিনি বলেছেন, ‘নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এতদিন ধরে বোঝানো হতো এটি বড় দল।’
এই বিষয়ে অনুসন্ধানে এখন টিভির ইউটিউব চ্যানেলে গত সোমবার (১২ জানুয়ারি) মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেদিন সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই সাক্ষাৎকার দেন।
সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘স্যার বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে আপনি…?(কীভাবে দেখছেন?)
মির্জা ফখরুল পাল্টা জিজ্ঞাসা করেন, ‘বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে দেখছেন? তখন সাংবাদিক বলেন, ’বিএনপি ও জামাত।’
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আচ্ছা আমরা তো এতদিন দেখে এসেছি বড় দুই দল বলতে বোঝানো হতো যে আওয়ামী লীগ। যেটা এখন নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি। পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো, সবকিছুই কিন্তু বিএনপির অর্জন এবং যে সংস্কার, আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্স ফর্ম থেকে পারলাম ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে। অতীতে করেছে বিএনপি ৩১ দফার মধ্য দিয়ে ওটাকে নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার গুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহিত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে, বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিশিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপির সক্ষম হয়েছে।’
এই বক্তব্যে কোথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যে এখনও তিনি আওয়ামী লীগকে বড় দল মনে করেন। বরং, তিনি বলেছেন, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এতদিন ধরে বোঝানো হতো যে এটি একটি বড় দল।
অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য গণমাধ্যমে ও ফেসবুকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র
এখন টিভি