| ফ্যাক্ট চেক
রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার
১ আগস্ট ২০২৫
.jpg)
বিভ্রান্তিকর
সম্প্রতি বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং এটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।
বিষয়টি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। একই তারিখে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে। এরই প্রেক্ষিতে একই বছরের ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিডিওটি সেই ঘটনারই।
অর্থাৎ, ২০২৩ সালে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
গুজব
সড়ক দুর্ঘটনায় মুসলিম মেয়ে নিহত হওয়ার ঘটনাকে নাবালিকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ধর্ষণ ও হত্যা...

মিথ্যা
সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের

মিথ্যা
বাংলাদেশে ঈদের দিনে মুসল্লিদের মারামারির দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

মিথ্যা
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে...

ফ্যাক্ট চেক
রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার
১ আগস্ট ২০২৫
.jpg)
সম্প্রতি বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং এটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।
বিষয়টি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। একই তারিখে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে। এরই প্রেক্ষিতে একই বছরের ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিডিওটি সেই ঘটনারই।
অর্থাৎ, ২০২৩ সালে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।