| ফ্যাক্ট চেক

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, সুনামগঞ্জে পুলিশকে জনতা ধাওয়া করে ভিন্ন কারণে

৪ আগস্ট ২০২৫


বিভ্রান্তিকর

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় এলাকাবাসীরা পুলিশ সদস্যদের ধাওয়া করেছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার নয়। প্রকৃতপক্ষে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে মাছ লুটে বাঁধা দেওয়ায় পুলিশকে স্থানীয় জনতা ধাওয়া করে। সেই ঘটনারই দৃশ্য এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে আশপাশের কয়েক গ্রামের মানুষ মাছ লুট করতে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া করে।

এছাড়াও, যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন এবং রাইজিং বিডিতেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার দাবিটি বিভ্রান্তিকর।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, সুনামগঞ্জে পুলিশকে জনতা ধাওয়া করে ভিন্ন কারণে

৪ আগস্ট ২০২৫

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, সুনামগঞ্জে পুলিশকে জনতা ধাওয়া করে ভিন্ন কারণে

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় এলাকাবাসীরা পুলিশ সদস্যদের ধাওয়া করেছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার নয়। প্রকৃতপক্ষে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে মাছ লুটে বাঁধা দেওয়ায় পুলিশকে স্থানীয় জনতা ধাওয়া করে। সেই ঘটনারই দৃশ্য এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে আশপাশের কয়েক গ্রামের মানুষ মাছ লুট করতে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া করে।

এছাড়াও, যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন এবং রাইজিং বিডিতেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার দাবিটি বিভ্রান্তিকর।