| ফ্যাক্ট চেক | রাজনীতি

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা

২২ জুলাই ২০২৫


পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা
মিথ্যা

সচিবালয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সচিবালয়ে আজ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ জন শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যম প্রতিষ্ঠান দেশ রূপান্তরে আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীর শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। উক্ত সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়।


গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিনিউজ টুয়েন্টিফোরে আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে এসব প্রতিবেদনের কোথাও কোনো শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্যা ডেইলি স্টারের সংবাদকর্মী বাহরাম খান ও দৈনিক সমকালের সংবাদকর্মী লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, আজ তারা সংবাদের চিত্রগ্রহণ করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু শিক্ষার্থী আহত হলেও কেউ মারা যাননি।


শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত ঘটনায় কোনো শিক্ষার্থী মারা যাননি।
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমকে মুঠোফোনে আহত শিক্ষার্থীদের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ' ঢাকা মেডিকেল কলেজে অন্তত ৭০ জনের মত প্রাথমিক চিকিৎসা নিতে আসছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মধ্যে শুধু ২ জন হাসপাতালে ভর্তি আছেন। তবে কেউ মারা যাননি।'


অর্থাৎ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।



Topics:



হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
২৮ নভেম্বর ২০২৫

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
বিভ্রান্তিকর
২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা

ফ্যাক্ট চেক

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা

২২ জুলাই ২০২৫

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা

সচিবালয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সচিবালয়ে আজ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ জন শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যম প্রতিষ্ঠান দেশ রূপান্তরে আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীর শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। উক্ত সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়।


গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিনিউজ টুয়েন্টিফোরে আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে এসব প্রতিবেদনের কোথাও কোনো শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্যা ডেইলি স্টারের সংবাদকর্মী বাহরাম খান ও দৈনিক সমকালের সংবাদকর্মী লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, আজ তারা সংবাদের চিত্রগ্রহণ করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু শিক্ষার্থী আহত হলেও কেউ মারা যাননি।


শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত ঘটনায় কোনো শিক্ষার্থী মারা যাননি।
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমকে মুঠোফোনে আহত শিক্ষার্থীদের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ' ঢাকা মেডিকেল কলেজে অন্তত ৭০ জনের মত প্রাথমিক চিকিৎসা নিতে আসছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মধ্যে শুধু ২ জন হাসপাতালে ভর্তি আছেন। তবে কেউ মারা যাননি।'


অর্থাৎ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।