| ফ্যাক্ট চেক

‘আমি হয়তো গ্রেপ্তার হতে পারি’ এমন মন্তব্য মাসুদ কামাল করেননি

১১ আগস্ট ২০২৫


মিথ্যা

বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তার হতে পারেন বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি। আমি হয়তো গ্রেপ্তার হতে পারি। আমি আপনাদেরকে একটা কথাই বলব। আমি নিরপেক্ষভাবে সারাজীবন কথা বলে যাব। এ বাংলাদেশে, এ বাংলাদেশ, এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনও অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই, আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার আপনার সবার। অন্যায়ের কাছে কখনও মাথানত করিনি।’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গ্রেপ্তার হওয়ার শঙ্কা নিয়ে মাসুদ কামাল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দেশ ত্যাগ ও গ্রেপ্তারের সম্ভাবনার বিভ্রান্তিকর তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে গত ৮ আগস্ট মাসুদ কামাল তাঁর ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে এর জবাবে এসব বলেন। সেই ভিডিওতে তাঁকে নিয়ে ছড়ানো একাধিক ভিন্ন অ্যাকাউন্ট থেকে দেওয়া ফেসবুক পোস্ট কোট-আনকোট করে পড়ে ভিডিওতে উল্লেখ করেন তিনি। তেমনি ছড়ানো ভিডিওটিও মাসুদ কামালের পড়ে শুনানো একটি ফেসবুক পোস্টের অংশ। যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে ছড়ানো হয়েছে।

এই বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাংবাদিক মাসুদ কামালের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে গত ৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে এর ৪ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪০ মিনিট অংশের সাথে আলোচিত ভিডিওটির বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। তবে এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়নি।

ভিডিওতে সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহর গ্রেপ্তারের প্রসঙ্গে এক টকশো শেষে সৃষ্ট বিভ্রান্তিকর ও সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, কলিমুল্লাহর গ্রেপ্তারের ঘটনাটি দুর্নীতি মামলার ভিত্তিতে হলেও, অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক কারণে করা হয়েছে। মাসুদ কামালও গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা ও দাবিতে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে তিনি এই ভিডিওতে তার নিরাপত্তা ও ভবিষ্যত নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার গ্রেপ্তারের আশঙ্কা বা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।

ভিডিওটির ২ মিনিট ৫৩ সেকেন্ডে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘তারপরেও আমি দু-একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আসলে কেন ছড়িয়ে যায়। দেখুন আপনারা একজন বিখ্যাত লোক আমাদের একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক। আমি কতগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই। তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল উনাকে আপনারা সবাই চিনেন। খুবই বিখ্যাত উনি একটা স্ট্যাটাস দিয়েছে, সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তারের আশঙ্কা করছেন। হতেও পারে। আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই তা জানিয়ে রাখলাম। উনার যে এই আন্তরিকতা আমার প্রতি এটা আমাকে স্পর্শ করেছে। কিন্তু প্রথম যে বাক্যটা সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তারের আশঙ্কা করছেন, এটা আমি কারো কাছে এ ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি এবং আমি মনে করি আমি এ ধরনের আশংকা করছি না। আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো কিছু নেই, কেন আমি আশংকা করব। অনেকে বলবেন মবের মূলক অথবা মগের মূলক হলে হতে পারে, হলে হবে। সেটা অন্য হিসাব আমি টেনশন করি না।’

এরপর ভিডিওটির ৩ মিনিট ৫৮ সেকেন্ডে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘দেখুন এরপরে কমেন্টটা পড়ে শুনাই আপনাদেরকে। এটা কে লিখেছেন আমি জানিনা আরবিতে লেখা নাম। এটা আবার সাপোর্টারস অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে দেখুন আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে, আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি হয়তো গ্রেপ্তার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলব আমি নিরপেক্ষভাবে সারাজীবন কথা বলে যাব এই বাংলাদেশে এই বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার আপনার সবার। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। এইযে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে। কিন্তু এ কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে। কিন্তু আমার কথাটা এটা তো আমি লিখিনি। এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকে দিব। আরেকজন লোক কেন লিখবে। সেটা আমি, এটা কিভাবে হয়। তো এটা আমি করিনি ভাই। যিনি এই কাজটা তার প্রতি আমার অনুরোধ। হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এজন্য করেছেন। কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনারা চালাবেন না প্লিজ। দেখুন এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন মোহাম্মদ আমিরউদ্দিন চৌধুরী উনি দিয়েছেন এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি একই কথা আমার একই ছবিতে আমির চৌধুরী সাহেব উনি দিয়েছেন আপনি আগে দিয়েছেন উনি আগে দিয়েছেন অথবা দুজনের আগে আরো কেউ দিয়েছে কিনা আমি জানিনাতো।’

মাসুদ কামাল এই ভিডিওতে তাঁর নামে দেওয়া ভুয়া পোস্ট গুলো শনাক্ত করে পড়ে শোনাচ্ছিলেন। আর সেসব পোস্টের একটির অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে সামনে ও পেছনের অংশ বাদ দিয়ে তাঁর নিজের মন্তব্য দাবি করে ছড়ানো হয়েছে।

এছাড়া, মাসুদ কামাল গতকাল রোববার (১০ আগস্ট) তাঁর ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে আরেকটি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হতে পারেন, এমন মন্তব্য তিনি করেননি।

অর্থাৎ, কোট-আনকোট করে মাসুদ কামালের ভিডিও বক্তব্য প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে নিজের মন্তব্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র: KOTHAKOTHA


আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

‘আমি হয়তো গ্রেপ্তার হতে পারি’ এমন মন্তব্য মাসুদ কামাল করেননি

১১ আগস্ট ২০২৫

‘আমি হয়তো গ্রেপ্তার হতে পারি’ এমন মন্তব্য মাসুদ কামাল করেননি

বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তার হতে পারেন বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি। আমি হয়তো গ্রেপ্তার হতে পারি। আমি আপনাদেরকে একটা কথাই বলব। আমি নিরপেক্ষভাবে সারাজীবন কথা বলে যাব। এ বাংলাদেশে, এ বাংলাদেশ, এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনও অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই, আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার আপনার সবার। অন্যায়ের কাছে কখনও মাথানত করিনি।’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গ্রেপ্তার হওয়ার শঙ্কা নিয়ে মাসুদ কামাল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দেশ ত্যাগ ও গ্রেপ্তারের সম্ভাবনার বিভ্রান্তিকর তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে গত ৮ আগস্ট মাসুদ কামাল তাঁর ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে এর জবাবে এসব বলেন। সেই ভিডিওতে তাঁকে নিয়ে ছড়ানো একাধিক ভিন্ন অ্যাকাউন্ট থেকে দেওয়া ফেসবুক পোস্ট কোট-আনকোট করে পড়ে ভিডিওতে উল্লেখ করেন তিনি। তেমনি ছড়ানো ভিডিওটিও মাসুদ কামালের পড়ে শুনানো একটি ফেসবুক পোস্টের অংশ। যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে ছড়ানো হয়েছে।

এই বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাংবাদিক মাসুদ কামালের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে গত ৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে এর ৪ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪০ মিনিট অংশের সাথে আলোচিত ভিডিওটির বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। তবে এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়নি।

ভিডিওতে সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহর গ্রেপ্তারের প্রসঙ্গে এক টকশো শেষে সৃষ্ট বিভ্রান্তিকর ও সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, কলিমুল্লাহর গ্রেপ্তারের ঘটনাটি দুর্নীতি মামলার ভিত্তিতে হলেও, অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক কারণে করা হয়েছে। মাসুদ কামালও গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা ও দাবিতে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে তিনি এই ভিডিওতে তার নিরাপত্তা ও ভবিষ্যত নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার গ্রেপ্তারের আশঙ্কা বা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।

ভিডিওটির ২ মিনিট ৫৩ সেকেন্ডে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘তারপরেও আমি দু-একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আসলে কেন ছড়িয়ে যায়। দেখুন আপনারা একজন বিখ্যাত লোক আমাদের একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক। আমি কতগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই। তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল উনাকে আপনারা সবাই চিনেন। খুবই বিখ্যাত উনি একটা স্ট্যাটাস দিয়েছে, সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তারের আশঙ্কা করছেন। হতেও পারে। আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই তা জানিয়ে রাখলাম। উনার যে এই আন্তরিকতা আমার প্রতি এটা আমাকে স্পর্শ করেছে। কিন্তু প্রথম যে বাক্যটা সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তারের আশঙ্কা করছেন, এটা আমি কারো কাছে এ ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি এবং আমি মনে করি আমি এ ধরনের আশংকা করছি না। আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো কিছু নেই, কেন আমি আশংকা করব। অনেকে বলবেন মবের মূলক অথবা মগের মূলক হলে হতে পারে, হলে হবে। সেটা অন্য হিসাব আমি টেনশন করি না।’

এরপর ভিডিওটির ৩ মিনিট ৫৮ সেকেন্ডে মাসুদ কামালকে বলতে শোনা যায়, ‘দেখুন এরপরে কমেন্টটা পড়ে শুনাই আপনাদেরকে। এটা কে লিখেছেন আমি জানিনা আরবিতে লেখা নাম। এটা আবার সাপোর্টারস অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে দেখুন আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে, আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি হয়তো গ্রেপ্তার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলব আমি নিরপেক্ষভাবে সারাজীবন কথা বলে যাব এই বাংলাদেশে এই বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার আপনার সবার। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। এইযে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে। কিন্তু এ কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে। কিন্তু আমার কথাটা এটা তো আমি লিখিনি। এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকে দিব। আরেকজন লোক কেন লিখবে। সেটা আমি, এটা কিভাবে হয়। তো এটা আমি করিনি ভাই। যিনি এই কাজটা তার প্রতি আমার অনুরোধ। হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এজন্য করেছেন। কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনারা চালাবেন না প্লিজ। দেখুন এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন মোহাম্মদ আমিরউদ্দিন চৌধুরী উনি দিয়েছেন এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি একই কথা আমার একই ছবিতে আমির চৌধুরী সাহেব উনি দিয়েছেন আপনি আগে দিয়েছেন উনি আগে দিয়েছেন অথবা দুজনের আগে আরো কেউ দিয়েছে কিনা আমি জানিনাতো।’

মাসুদ কামাল এই ভিডিওতে তাঁর নামে দেওয়া ভুয়া পোস্ট গুলো শনাক্ত করে পড়ে শোনাচ্ছিলেন। আর সেসব পোস্টের একটির অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে সামনে ও পেছনের অংশ বাদ দিয়ে তাঁর নিজের মন্তব্য দাবি করে ছড়ানো হয়েছে।

এছাড়া, মাসুদ কামাল গতকাল রোববার (১০ আগস্ট) তাঁর ইউটিউব চ্যানেল ‘KOTHA’ তে আরেকটি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হতে পারেন, এমন মন্তব্য তিনি করেননি।

অর্থাৎ, কোট-আনকোট করে মাসুদ কামালের ভিডিও বক্তব্য প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে নিজের মন্তব্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র: KOTHAKOTHA