| ফ্যাক্ট চেক

খাগড়াছড়ির নয়, ভিডিওটি ইন্দোনেশিয়ার

১ অক্টোবর ২০২৫


মিথ্যা

খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যুতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, পাহাড়ি লোকজন সেনাবাহিনীকে ধাওয়া দিয়েছে, আর সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে।


তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়। এটি আসলে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার সরোং শহরের। চলতি বছরের আগস্টের শেষের দিকে সেখানে চারজন বন্দিকে সরোং থেকে মাকাসারে স্থানান্তরের সময় এলাকাবাসীর সঙ্গে উত্তেজনা তৈরি হলে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।


ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি ‘Angin Kurima’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়— ‘​সোরং, পশ্চিম পাপুয়া পরিস্থিতি। ২৭ আগস্ট, ২০২৫। গণতন্ত্রপন্থী কর্মীদের মাকাসারে স্থানান্তরিত করার প্রতিবাদে সোরং সিটিতে ইন্দোনেশীয় জাতীয় সশস্ত্র বাহিনী (TNI) এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সংঘাত দেখা গেছে।’ (অনূদিত)


একই ভিডিও একাধিক ইউটিউব চ্যানেল থেকেও প্রচারিত হয়েছে, যেখানে এটিকে ইন্দোনেশিয়ার সরোং শহরের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম Harian Terbit তাদের ওয়েবসাইটে “Kota Sorong Memanas, Massa Tolak Pemindahan 4 Tahanan Kasus Makar” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৭ আগস্ট সোরং থেকে মাকাসারে চারজন বন্দিকে স্থানান্তরের প্রতিবাদে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।


অতএব, খাগড়াছড়িতে পাহাড়ি লোকজন সেনাবাহিনীকে ধাওয়া দিয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার সরোং শহরের ঘটনার।


তথ্যসূত্র:

Facebook , harianterbit.com , bangtoyib tutorial , Melkior Sada

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

খাগড়াছড়ির নয়, ভিডিওটি ইন্দোনেশিয়ার

১ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির নয়, ভিডিওটি ইন্দোনেশিয়ার

খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যুতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, পাহাড়ি লোকজন সেনাবাহিনীকে ধাওয়া দিয়েছে, আর সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে।


তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়। এটি আসলে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার সরোং শহরের। চলতি বছরের আগস্টের শেষের দিকে সেখানে চারজন বন্দিকে সরোং থেকে মাকাসারে স্থানান্তরের সময় এলাকাবাসীর সঙ্গে উত্তেজনা তৈরি হলে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।


ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি ‘Angin Kurima’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়— ‘​সোরং, পশ্চিম পাপুয়া পরিস্থিতি। ২৭ আগস্ট, ২০২৫। গণতন্ত্রপন্থী কর্মীদের মাকাসারে স্থানান্তরিত করার প্রতিবাদে সোরং সিটিতে ইন্দোনেশীয় জাতীয় সশস্ত্র বাহিনী (TNI) এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সংঘাত দেখা গেছে।’ (অনূদিত)


একই ভিডিও একাধিক ইউটিউব চ্যানেল থেকেও প্রচারিত হয়েছে, যেখানে এটিকে ইন্দোনেশিয়ার সরোং শহরের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম Harian Terbit তাদের ওয়েবসাইটে “Kota Sorong Memanas, Massa Tolak Pemindahan 4 Tahanan Kasus Makar” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৭ আগস্ট সোরং থেকে মাকাসারে চারজন বন্দিকে স্থানান্তরের প্রতিবাদে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।


অতএব, খাগড়াছড়িতে পাহাড়ি লোকজন সেনাবাহিনীকে ধাওয়া দিয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার সরোং শহরের ঘটনার।


তথ্যসূত্র:

Facebook , harianterbit.com , bangtoyib tutorial , Melkior Sada