| ফ্যাক্ট চেক
তরুণীর মৃতদেহ পড়ে থাকার এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
১৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশে ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য- এমন দাবি করে একজন নারীর দেহ পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি আসলে ভারতের আসাম রাজ্যের ধেমাজি এলাকায় সংঘটিত এক ঘটনার দৃশ্য।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘গ্ৰন্থ সুবাস’ নামে ফেসবুক গ্রুপে ‘Ditul Guhain’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি পোস্টের ছবিতে একই ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন ভারতের আসাম রাজ্যের ধেমাজির গাই নদীর রেল ব্রিজের কাছাকাছি এলাকা থেকে এক তরূণীর মরদেহ শণাক্ত হয়।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ‘নিউজ ১৮’ এর আসাম এডিশনের ওয়েবসাইটে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, ভারতে এক তরুণীর মৃতদেহের ছবিকে বাংলাদেশের ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার

তরুণীর মৃতদেহ পড়ে থাকার এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
.jpg)
ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার দাবিটি মিথ্যা, ব্যবহৃত ছবিটি পুরোনো
.jpg)
বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড নিয়ে ভুয়া তথ্য প্রচার

ফ্যাক্ট চেক
তরুণীর মৃতদেহ পড়ে থাকার এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
১৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশে ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য- এমন দাবি করে একজন নারীর দেহ পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি আসলে ভারতের আসাম রাজ্যের ধেমাজি এলাকায় সংঘটিত এক ঘটনার দৃশ্য।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘গ্ৰন্থ সুবাস’ নামে ফেসবুক গ্রুপে ‘Ditul Guhain’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি পোস্টের ছবিতে একই ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন ভারতের আসাম রাজ্যের ধেমাজির গাই নদীর রেল ব্রিজের কাছাকাছি এলাকা থেকে এক তরূণীর মরদেহ শণাক্ত হয়।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ‘নিউজ ১৮’ এর আসাম এডিশনের ওয়েবসাইটে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, ভারতে এক তরুণীর মৃতদেহের ছবিকে বাংলাদেশের ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।