| ফ্যাক্ট চেক

একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

৬ অক্টোবর ২০২৫


মিথ্যা

আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টিভি এবং ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নামে কিছু মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।


যেমন, আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি ফটোকার্ডে প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ মন্তব্য প্রচারিত হয়েছে। কালের কন্ঠের লোগো সম্বলিত কার্ডে নাহিদ ইসলামের নামে ‘প্রধান উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম’ মন্তব্য প্রচারিত হচ্ছে।একাত্তর টেলিভিশনের লোগো সম্বলিত কার্ডে নাহিদ ইসলামের নামে ‘প্রধান উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম’ মন্তব্য প্রচারিত হচ্ছে। এবং ডিবিসি নিউজের আদলে তৈরি ফটোকার্ডে নাহিদ ইসলামের নামে ‘পিএস সফিক সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ’ মন্তব্য প্রচারিত হচ্ছে।


সম্প্রতি, একাত্তর টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করাটা ভুল ছিল। তিনি মন্তব্য করেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা (বিট্রে) করেছেন। তিনি সময় এলে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন বলেও জানান। তিনি আরও বলেন যে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে এবং তারা নিজেদের 'সেফ এক্সিট' এর কথা ভাবতেছে। এছাড়াও, তিনি ছাত্রনেতাদের উপদেষ্টা পদে থাকার যৌক্তিকতাও তুলে ধরেন। লিংক


সাক্ষাৎকারটি বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে নাহিদ ইসলামের মন্তব্য দাবি করে কালের কন্ঠ, একাত্তর টিভি ও ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত ফটোকার্ডগুলো ছড়ানো হয়।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ছড়িয়ে পড়া এমন কোনো মন্তব্য করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাছাড়া, আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টেলিভিশন ও ডিবিসি নিউজ আলোচিত মন্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নকল করে নাহিদ ইসলামের নামে আলোচিত মন্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।


আরটিভির ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ)
আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৪ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। ফ্যাক্টচেক লিংক

কালের কন্ঠের ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম)

কালের কন্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। কালের কন্ঠের মূল ফটোকার্ড লিংক


একাত্তর টেলিভিশনের ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম)

একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। একাত্তর টিভির মূল ফটোকার্ড লিংক

ডিবিসি নিউজের ফটোকার্ড যাচাই: (পিএস সফিক সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ)

ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। ডিবিসি নিউজের মূল ফটোকার্ড লিংক


অর্থাৎ, নাহিদ ইসলামের নামে ছড়ানো এই মন্তব্যগুলো ভুয়া। প্রযুক্তির সাহায্যে আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টেলিভিশন এবং ডিবিসি নিউজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটেকার্ডগুলো তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

৬ অক্টোবর ২০২৫

একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টিভি এবং ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নামে কিছু মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।


যেমন, আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি ফটোকার্ডে প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ মন্তব্য প্রচারিত হয়েছে। কালের কন্ঠের লোগো সম্বলিত কার্ডে নাহিদ ইসলামের নামে ‘প্রধান উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম’ মন্তব্য প্রচারিত হচ্ছে।একাত্তর টেলিভিশনের লোগো সম্বলিত কার্ডে নাহিদ ইসলামের নামে ‘প্রধান উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম’ মন্তব্য প্রচারিত হচ্ছে। এবং ডিবিসি নিউজের আদলে তৈরি ফটোকার্ডে নাহিদ ইসলামের নামে ‘পিএস সফিক সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ’ মন্তব্য প্রচারিত হচ্ছে।


সম্প্রতি, একাত্তর টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করাটা ভুল ছিল। তিনি মন্তব্য করেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা (বিট্রে) করেছেন। তিনি সময় এলে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন বলেও জানান। তিনি আরও বলেন যে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে এবং তারা নিজেদের 'সেফ এক্সিট' এর কথা ভাবতেছে। এছাড়াও, তিনি ছাত্রনেতাদের উপদেষ্টা পদে থাকার যৌক্তিকতাও তুলে ধরেন। লিংক


সাক্ষাৎকারটি বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে নাহিদ ইসলামের মন্তব্য দাবি করে কালের কন্ঠ, একাত্তর টিভি ও ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত ফটোকার্ডগুলো ছড়ানো হয়।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ছড়িয়ে পড়া এমন কোনো মন্তব্য করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাছাড়া, আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টেলিভিশন ও ডিবিসি নিউজ আলোচিত মন্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নকল করে নাহিদ ইসলামের নামে আলোচিত মন্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।


আরটিভির ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ)
আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৪ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। ফ্যাক্টচেক লিংক

কালের কন্ঠের ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম)

কালের কন্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। কালের কন্ঠের মূল ফটোকার্ড লিংক


একাত্তর টেলিভিশনের ফটোকার্ড যাচাই: (প্রধান উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম)

একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। একাত্তর টিভির মূল ফটোকার্ড লিংক

ডিবিসি নিউজের ফটোকার্ড যাচাই: (পিএস সফিক সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ)

ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। ডিবিসি নিউজের মূল ফটোকার্ড লিংক


অর্থাৎ, নাহিদ ইসলামের নামে ছড়ানো এই মন্তব্যগুলো ভুয়া। প্রযুক্তির সাহায্যে আরটিভি, কালের কন্ঠ, একাত্তর টেলিভিশন এবং ডিবিসি নিউজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটেকার্ডগুলো তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।