| ফ্যাক্ট চেক
প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার
১৩ অক্টোবর ২০২৫

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলতে দেখা যায়, ‘আজকে হতবাক, এমন একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি’। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইতালির সফরকে কেন্দ্র করে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে গিয়েছেন।
কিন্তু, বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের কোনো সম্পর্ক নেই এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। মূলত চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। সেই ভিডিওবার্তার সংক্ষিপ্ত অংশ কেটে প্রচার করে তাঁর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটির আসল সংস্করণটি ২১ আগস্ট ‘Chief Adviser GOB’ নামের ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা।’ মূল ভিডিওর ১৭ সেকেন্ড থেকে ২৬ সেকেন্ড পর্যন্ত অংশ কেটে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
অতএব, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে প্রধান উপদেষ্টার ইতালি সফরের সময়কার বলে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Chief Adviser GOB: Facebook Video
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদে...
.jpg)
শেখ হাসিনার পুরোনো ভিডিও সম্পাদিত করে প্রচার

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট
.jpg)
জলাধারের ওপর এক ব্যক্তিকে আঘাতের এই ভিডিওটি বাংলাদেশের নয়, মরক্কোর

ফ্যাক্ট চেক
প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার
১৩ অক্টোবর ২০২৫

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলতে দেখা যায়, ‘আজকে হতবাক, এমন একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি’। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইতালির সফরকে কেন্দ্র করে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে গিয়েছেন।
কিন্তু, বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের কোনো সম্পর্ক নেই এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। মূলত চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। সেই ভিডিওবার্তার সংক্ষিপ্ত অংশ কেটে প্রচার করে তাঁর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটির আসল সংস্করণটি ২১ আগস্ট ‘Chief Adviser GOB’ নামের ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা।’ মূল ভিডিওর ১৭ সেকেন্ড থেকে ২৬ সেকেন্ড পর্যন্ত অংশ কেটে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
অতএব, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে প্রধান উপদেষ্টার ইতালি সফরের সময়কার বলে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Chief Adviser GOB: Facebook Video