| ফ্যাক্ট চেক | রাজনীতি
সম্পাদিত ছবি দিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে প্রধান উপদেষ্টার নামে অপপ্রচার
১৫ অক্টোবর ২০২৫
সামরিক বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তির বুটের নিচে বা পাশে পড়ে আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ছবি - এমন দাবি সম্বলিত কিছু ছবি (১, ২, ৩, ৪) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসব ছবি প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এগুলোর মূল সংস্করণে কোথাও ড. ইউনূসের ছবি ছিল না। বিভিন্ন পুরোনো ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ড. ইউনূসের মুখ সংযুক্ত করে বিকৃত সংস্করণ তৈরি করা হয়েছে।
প্রথম ছবি যাচাই:
‘সৈনিক সাব্বির’ নামের ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ছবির সাথে সাদৃশ্য আছে এমন একটি ছবি গত ২৫ সেপ্টেম্বর প্রচার হতে দেখা যায়। তবে এই ছবিটিতে ড. ইউনূসের ছবির কোনো উপস্থিতি ছিল না। পরবর্তীতে ছবিটি সম্পাদনা করে ড. ইউনূসের ছবি যুক্ত করা হয়।
দ্বিতীয় ছবি যাচাই:
‘সৈনিক সাব্বির’-এর একই অ্যাকাউন্টে ১৪ আগস্ট প্রকাশিত আরেকটি ছবিতে আলোচিত ছবির সব উপাদান মিলে গেলেও ড. ইউনূসের ছবি সেখানে অনুপস্থিত ছিল।
তৃতীয় ছবি যাচাই:
২০২৩ সালের ১২ ডিসেম্বর ‘Shihab Hossain’ নামের ফেসবুক ব্যবহারকারীর পোস্টে ‘Bangladesh army lover's’ গ্রুপে ছবিটির মূল সংস্করণ পাওয়া যায়। সেখানেও ড. ইউনূসের কোনো ছবি ছিল না। আলোচিত ছবিটি মূল ছবির উপর এআই সম্পাদনার মাধ্যমে তৈরি।
চতুর্থ ছবি যাচাই:
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সা’ঈর (সায়ের) এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য গত বছরের ৩০ জুলাই তাদের পেজে এই ছবির মূল সংস্করণ প্রকাশ করেছিলেন। তবে সেই ছবিতেও ড. ইউনূসের কোনো ছবি ছিল না।
অতএব, সেনাসদস্যের পায়ের নিচে ড. ইউনূসের ছবি রয়েছে - এমন দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, বরং প্রযুক্তি বা এআইয়ের সাহায্যে সম্পাদনার মাধ্যমে তৈরি।
তথ্যসূত্র: সৈনিক সাব্বির, সৈনিক সাব্বির, Shihab Hossain, Zulkarnain Saer, Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক
সম্পাদিত ছবি দিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে প্রধান উপদেষ্টার নামে অপপ্রচার
১৫ অক্টোবর ২০২৫
সামরিক বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তির বুটের নিচে বা পাশে পড়ে আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ছবি - এমন দাবি সম্বলিত কিছু ছবি (১, ২, ৩, ৪) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসব ছবি প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এগুলোর মূল সংস্করণে কোথাও ড. ইউনূসের ছবি ছিল না। বিভিন্ন পুরোনো ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ড. ইউনূসের মুখ সংযুক্ত করে বিকৃত সংস্করণ তৈরি করা হয়েছে।
প্রথম ছবি যাচাই:
‘সৈনিক সাব্বির’ নামের ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ছবির সাথে সাদৃশ্য আছে এমন একটি ছবি গত ২৫ সেপ্টেম্বর প্রচার হতে দেখা যায়। তবে এই ছবিটিতে ড. ইউনূসের ছবির কোনো উপস্থিতি ছিল না। পরবর্তীতে ছবিটি সম্পাদনা করে ড. ইউনূসের ছবি যুক্ত করা হয়।
দ্বিতীয় ছবি যাচাই:
‘সৈনিক সাব্বির’-এর একই অ্যাকাউন্টে ১৪ আগস্ট প্রকাশিত আরেকটি ছবিতে আলোচিত ছবির সব উপাদান মিলে গেলেও ড. ইউনূসের ছবি সেখানে অনুপস্থিত ছিল।
তৃতীয় ছবি যাচাই:
২০২৩ সালের ১২ ডিসেম্বর ‘Shihab Hossain’ নামের ফেসবুক ব্যবহারকারীর পোস্টে ‘Bangladesh army lover's’ গ্রুপে ছবিটির মূল সংস্করণ পাওয়া যায়। সেখানেও ড. ইউনূসের কোনো ছবি ছিল না। আলোচিত ছবিটি মূল ছবির উপর এআই সম্পাদনার মাধ্যমে তৈরি।
চতুর্থ ছবি যাচাই:
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সা’ঈর (সায়ের) এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য গত বছরের ৩০ জুলাই তাদের পেজে এই ছবির মূল সংস্করণ প্রকাশ করেছিলেন। তবে সেই ছবিতেও ড. ইউনূসের কোনো ছবি ছিল না।
অতএব, সেনাসদস্যের পায়ের নিচে ড. ইউনূসের ছবি রয়েছে - এমন দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, বরং প্রযুক্তি বা এআইয়ের সাহায্যে সম্পাদনার মাধ্যমে তৈরি।
তথ্যসূত্র: সৈনিক সাব্বির, সৈনিক সাব্বির, Shihab Hossain, Zulkarnain Saer, Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য