| ফ্যাক্ট চেক | রাজনীতি
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
১৮ অক্টোবর ২০২৫
আজ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড আজ ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি।
যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও শফিকুল আলমের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যমুনার টিভির ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।
যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের চেয়ে আলাদা।”
অর্থাৎ, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ - এমন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেননি এবং একই তথ্য সম্বলিত যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।
তথ্যসূত্র:
Rubel Mahmood: Editor, New Media, Jamuna Television
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ডিপফেইক ভিডিও তৈরি করে এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইনের নামে আওয়ামী লীগের অপপ্রচার
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট
২০২৩ সালের ভিডিও দিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের মিথ্যা দাবি
ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার দাবিটি মিথ্যা, ব্যবহৃত ছবিটি পুরোনো
ফ্যাক্ট চেক
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
১৮ অক্টোবর ২০২৫
আজ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড আজ ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি।
যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও শফিকুল আলমের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যমুনার টিভির ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।
যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের চেয়ে আলাদা।”
অর্থাৎ, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ - এমন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেননি এবং একই তথ্য সম্বলিত যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।
তথ্যসূত্র:
Rubel Mahmood: Editor, New Media, Jamuna Television