| ফ্যাক্ট চেক

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি

১৮ অক্টোবর ২০২৫


মিথ্যা

আজ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড আজ ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি।


যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও শফিকুল আলমের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।


আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যমুনার টিভির ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।


যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের চেয়ে আলাদা।”



অর্থাৎ, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ - এমন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেননি এবং একই তথ্য সম্বলিত যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।

তথ্যসূত্র:


Rubel Mahmood: Editor, New Media, Jamuna Television 


আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি

১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি

আজ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড আজ ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি।


যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও শফিকুল আলমের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।


আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যমুনার টিভির ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।


যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের চেয়ে আলাদা।”



অর্থাৎ, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ - এমন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেননি এবং একই তথ্য সম্বলিত যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।

তথ্যসূত্র:


Rubel Mahmood: Editor, New Media, Jamuna Television