| ফ্যাক্ট চেক
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট
২১ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা
চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়ার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিছু বিষয়ে মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
৩৪ সেকেন্ডের এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সেনাবাহিনীর একটি চৌকস দলকে বাংলাদেশে যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছি। আমাদের দেশের নাগরিক এবং আমার ঘনিষ্ঠ বন্ধু, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আমাদের সঙ্গে সকল চুক্তি দ্রুত বাস্তবায়নে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আশাবাদী, আগামী বছরের মধ্যেই সেন্ট মার্টিনে আমাদের দক্ষিণ এশীয় ঘাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ ঘাঁটির মাধ্যমে সমগ্র দক্ষিণ এশিয়া আমাদের প্রভাববলয়ের আওতায় আসবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোনো মন্তব্য করেননি এবং আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দেশটির বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেই সাক্ষাৎকারটির কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে সম্পাদনা করে এই ভিডিওটি বানানো হয়েছে।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১২ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এটি এনবিসি নিউজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার। এর ১২ মিনিট ৩১ সেকেন্ড থেকে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।
এই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তৎকালীন এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার প্রসঙ্গে এবং রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অন্যান্য বিশ্বনেতাদের বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন। তবে এই সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্যই করেননি।
এনবিসি নিউজের ওয়েবসাইটেও ২০১৭ সালের ১২ মে এই সাক্ষাৎকারটি পাওয়া যায়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এসব বিষয়ে মন্তব্যের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।
অর্থাৎ, সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় সামরিক ঘাঁটি চালুর না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে না- এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করার দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ছড়ানো ভিডিওটি এআই এর সাহায্যে তৈরি।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট
২১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়ার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিছু বিষয়ে মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
৩৪ সেকেন্ডের এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সেনাবাহিনীর একটি চৌকস দলকে বাংলাদেশে যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছি। আমাদের দেশের নাগরিক এবং আমার ঘনিষ্ঠ বন্ধু, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আমাদের সঙ্গে সকল চুক্তি দ্রুত বাস্তবায়নে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আশাবাদী, আগামী বছরের মধ্যেই সেন্ট মার্টিনে আমাদের দক্ষিণ এশীয় ঘাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ ঘাঁটির মাধ্যমে সমগ্র দক্ষিণ এশিয়া আমাদের প্রভাববলয়ের আওতায় আসবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোনো মন্তব্য করেননি এবং আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দেশটির বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেই সাক্ষাৎকারটির কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে সম্পাদনা করে এই ভিডিওটি বানানো হয়েছে।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১২ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এটি এনবিসি নিউজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার। এর ১২ মিনিট ৩১ সেকেন্ড থেকে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।
এই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তৎকালীন এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার প্রসঙ্গে এবং রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অন্যান্য বিশ্বনেতাদের বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন। তবে এই সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্যই করেননি।
এনবিসি নিউজের ওয়েবসাইটেও ২০১৭ সালের ১২ মে এই সাক্ষাৎকারটি পাওয়া যায়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এসব বিষয়ে মন্তব্যের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।
অর্থাৎ, সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় সামরিক ঘাঁটি চালুর না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে না- এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করার দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ছড়ানো ভিডিওটি এআই এর সাহায্যে তৈরি।