| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিএনপির প্রতিবাদ মিছিলে নয়, পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ভিডিওটি জুলাই গণ-অভ্যুত্থানের
২৬ আগস্ট ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ২৪ আগস্ট আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল-ঘুষির ঘটনা ঘটে। সেদিন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি গণমাধ্যমে জানান।
এরই পরিপ্রেক্ষিতে ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তা করায় ঢাকায় প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের দৃশ্য বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৭ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন চলাকালীন বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভিসি চত্বরে আন্দোলনকারীরা অবস্থান নিলে একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সেই সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্যে ছবিটি পাওয়া যায়।
অর্থাৎ, জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ভিডিও ‘ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের’ দৃশ্য বলে দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন ম্যাথিউ মিলার—দাবিটি মিথ্যা
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
নৃশংস হামলার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের
অগ্নিকাণ্ডের ভিডিওটি ডেমরার নয়, নেপালের
ফ্যাক্ট চেক
বিএনপির প্রতিবাদ মিছিলে নয়, পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ভিডিওটি জুলাই গণ-অভ্যুত্থানের
২৬ আগস্ট ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ২৪ আগস্ট আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল-ঘুষির ঘটনা ঘটে। সেদিন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি গণমাধ্যমে জানান।
এরই পরিপ্রেক্ষিতে ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তা করায় ঢাকায় প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের দৃশ্য বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৭ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন চলাকালীন বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভিসি চত্বরে আন্দোলনকারীরা অবস্থান নিলে একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সেই সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্যে ছবিটি পাওয়া যায়।
অর্থাৎ, জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ভিডিও ‘ইসিতে রুমিন ফারহানাকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের’ দৃশ্য বলে দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে