| ফ্যাক্ট চেক | জাতীয়
গোপালগঞ্জের নয়, শিশু জাবির জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
১৮ জুলাই ২০২৫
মিথ্যা
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জন নিহত হন। এরই প্রেক্ষিতে, ওইদিন গোপালগঞ্জে পুলিশের গুলিতে জাবির নামে এক শিশু নিহত হয়েছে দাবিতে এক শিশুর ছবিসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে পুলিশের গুলিতে শিশু জাবির নিহত হয়নি। প্রকৃতপক্ষে, শিশুটি ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া শিশুর ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন কবির হোসেন ও রোকেয়া বেগম দম্পতি রাজধানীর উত্তরায় তাদের তিন সন্তান জুবাইনা কবির নেহা, জুবায়ের মাহতাব আবদুল্লাহ ও জাবির ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বিজয়োল্লাসে যোগ দিতে যান। সেই সময়ে পুলিশের গুলিতে জাবির ইব্রাহিম শহীদ হন।
তাছাড়া, দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে আজ (১৮ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন, সোহেল মোল্লা (৩৫), রমজান মুন্সী (৩২), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
অর্থাৎ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে নিহত হওয়া জাবির ইব্রাহিম গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫
আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের দৃশ্যকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ বলে প্রচার
মিথ্যা
১১ নভেম্বর ২০২৫
হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে
মিথ্যা
৬ নভেম্বর ২০২৫
ভিডিওটি ভারতে বাংলাদেশি তাড়ানোর নয়, গরু ব্যবসায়ীদের ওপর বিজেপি নেতার হামলার ঘটনার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৫
ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে বাংলাদশের বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
গোপালগঞ্জের নয়, শিশু জাবির জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
১৮ জুলাই ২০২৫
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জন নিহত হন। এরই প্রেক্ষিতে, ওইদিন গোপালগঞ্জে পুলিশের গুলিতে জাবির নামে এক শিশু নিহত হয়েছে দাবিতে এক শিশুর ছবিসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে পুলিশের গুলিতে শিশু জাবির নিহত হয়নি। প্রকৃতপক্ষে, শিশুটি ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া শিশুর ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন কবির হোসেন ও রোকেয়া বেগম দম্পতি রাজধানীর উত্তরায় তাদের তিন সন্তান জুবাইনা কবির নেহা, জুবায়ের মাহতাব আবদুল্লাহ ও জাবির ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বিজয়োল্লাসে যোগ দিতে যান। সেই সময়ে পুলিশের গুলিতে জাবির ইব্রাহিম শহীদ হন।
তাছাড়া, দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে আজ (১৮ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন, সোহেল মোল্লা (৩৫), রমজান মুন্সী (৩২), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
অর্থাৎ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে নিহত হওয়া জাবির ইব্রাহিম গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।