| এক্সপ্লেইনার | এক্সপ্লেইন

মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

২৪ জুন ২০২৫


মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

রাজধানীর খিলক্ষেতে হিন্দু মন্দিরে স্থানীয় মুসলমানদের হামলার বিষয়ে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

রেলওয়ের জমি দখল করে একদল হিন্দু মন্দির নির্মাণের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন এবং তাতে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ঘটে। স্থানীয়দের বাধা দেওয়ার ঘটনাকে মূর্তি অপসারণ চেষ্টা ও হামলা বলে অপপ্রচার চালানো হয়। ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস (Voice of Bangladeshi Hindus), বাংলাদেশ হিন্দুস (Bangladesh Hindus) নাম এক্স (টুইটার) অ্যাকাউন্ট এবং বিশ্ব হিন্দু মহাজোট নামক ফেসবুক গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়।

এক্স এবং ফেসবুকে দেওয়া ভিডিওর কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, বাংলা ট্রিবিউনের একটি সংবাদের ছবির সঙ্গে মিল পাওয়া যায়। খিলক্ষেতে মন্দির অপসারণে মুসল্লিদের আল্টিমেটাম, সমাধানের চেষ্টায় থানা পুলিশ— এ শিরোনামে আজ মঙ্গলবার রাত ১ টা ৩১ মিনিটের সময় একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে সংবাদে প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য উল্লেখ করা হয়নি। সুমন সুধা নামের একজনের ফেসবুক পোস্ট ও তার দেওয়া ছবি নিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির চেষ্টার বিষয় উল্লেখ করেনি বাংলা ট্রিবিউন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বাংলাফ্যাক্টকে বলেন, ' হিন্দুরা অনেকদিন ধরে ওই জায়গায় পূজা করে আসছে। গতকাল কিছু মাদ্রাসার ছেলেপেলে এসে ভাঙচুর করে, বাধা দেয় এবং মন্দির সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেয়।' মন্দির হামলার বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলে জানায় খিলক্ষেতে থানা পুলিশ।

মন্দিরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মহিউদ্দিন বাংলাফ্যাক্টকে বলেন, ‘সরকারি জায়গায় মন্দির স্থাপন করার বিষয় জেনেছি, আমরা মন্দির অপসারণের জন্য সাত দিনের সময় দিয়েছি।’

ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘যদি আগামীকালকের মধ্যে মন্দির সরানো না হয়, তাহলে তারা তা ভেঙে ফেলবে এবং ঢাকার হিন্দুদের জবাই করার হুমকি দিয়েছে। আমরা, বাংলাদেশের হিন্দুরা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। জামায়াত-সমর্থিত সরকারের হাত থেকে আমাদের উপাসনালয়গুলোকে রক্ষা করুন, অনুগ্রহ করে।’ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘বাংলাদেশের খিলক্ষেত এলাকা থেকে ভিজ্যুয়াল আসছে। হাজারো ইসলামপন্থী একত্রিত হয়েছে একটি দুর্গা মন্দিরের বাইরে, দুর্গা মূর্তি সরানোর দাবিতে। তাদের দাবি, দুর্গা মূর্তি দেখা তাদের জন্য ‘হারাম’।

বিশ্ব হিন্দু মহাজোট নামক একটি ফেসবুক গ্রুপে আনন্দ শর্মা একাধিক ছবি ও ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘তারিখ ২৩/০৬/২০২৫ সন্ধ্যার পরে… খিলখেত সার্বজনীন দূর্গা মন্দির ভাঙতে এসেছে খিলক্ষেত এলাকার মুসলিমরা। খিলক্ষেতে অনেক সনাতনী থাকা সত্ত্বেও এখানে কোন ধর্মীয় মন্দির নেই। এবং তারা হুমকি দিয়ে গিয়েছে আগামীকাল বারোটার ভিতরে যদি মন্দির এখান থেকে না সরিয়ে নেয়া হয় তাহলে ভেঙ্গে দিবে।’ (অপরিবর্তিত)

তবে স্থানীয়দের ভাষ্যমতে, হামলার কোন ঘটনা ঘটেনি। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির বিষয়ে বাধা সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য খিলক্ষেত থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট টিম। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে মন্দির নির্মাণের বিষয়ে কথা কাটাকাটি হয়। কোন হামলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবে।’ এ বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওসি।



Topics:



ব্যাক্তিগত কৃতিত্ব নয়, বাংলাদেশের কৃষক ও জনগণের সক্ষমতার কথা বলেছেন প্রধান উপদেষ্টা
১৩ অক্টোবর ২০২৫

ব্যাক্তিগত কৃতিত্ব নয়, বাংলাদেশের কৃষক ও জনগণের সক্ষমতার কথা বলেছেন প্রধান উপদেষ্টা

শুধু বাংলাদেশের নয়,  অর্থ ঘাটতিতে শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ ছাটাই
৯ অক্টোবর ২০২৫

শুধু বাংলাদেশের নয়, অর্থ ঘাটতিতে শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ ছাটাই

তথ্য উপদেষ্টার বক্তব্যের বিকৃতি জুলাইকে ‘মব’-এর সাথে মেলানোর বিপক্ষেই বলেছেন মাহফুজ আলম
৯ অক্টোবর ২০২৫

তথ্য উপদেষ্টার বক্তব্যের বিকৃতি জুলাইকে ‘মব’-এর সাথে মেলানোর বিপক্ষেই বলেছেন মাহফুজ আলম

‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেয়া’র কথা বলেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৩০ সেপ্টেম্বর ২০২৫

‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেয়া’র কথা বলেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস

CA Dr. Yunus Did Not Say ‘Ban on Awami League's Activities’ Would Be Lifted
৩০ সেপ্টেম্বর ২০২৫

CA Dr. Yunus Did Not Say ‘Ban on Awami League's Activities’ Would Be Lifted

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

এক্সপ্লেইনার

মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ

২৪ জুন ২০২৫

<p>মন্দিরে হামলা নয়, রেলওয়ের জমিতে মন্দির তৈরি নিয়ে কলহ</p>

রাজধানীর খিলক্ষেতে হিন্দু মন্দিরে স্থানীয় মুসলমানদের হামলার বিষয়ে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

রেলওয়ের জমি দখল করে একদল হিন্দু মন্দির নির্মাণের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন এবং তাতে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ঘটে। স্থানীয়দের বাধা দেওয়ার ঘটনাকে মূর্তি অপসারণ চেষ্টা ও হামলা বলে অপপ্রচার চালানো হয়। ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস (Voice of Bangladeshi Hindus), বাংলাদেশ হিন্দুস (Bangladesh Hindus) নাম এক্স (টুইটার) অ্যাকাউন্ট এবং বিশ্ব হিন্দু মহাজোট নামক ফেসবুক গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়।

এক্স এবং ফেসবুকে দেওয়া ভিডিওর কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, বাংলা ট্রিবিউনের একটি সংবাদের ছবির সঙ্গে মিল পাওয়া যায়। খিলক্ষেতে মন্দির অপসারণে মুসল্লিদের আল্টিমেটাম, সমাধানের চেষ্টায় থানা পুলিশ— এ শিরোনামে আজ মঙ্গলবার রাত ১ টা ৩১ মিনিটের সময় একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে সংবাদে প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য উল্লেখ করা হয়নি। সুমন সুধা নামের একজনের ফেসবুক পোস্ট ও তার দেওয়া ছবি নিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির চেষ্টার বিষয় উল্লেখ করেনি বাংলা ট্রিবিউন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বাংলাফ্যাক্টকে বলেন, ' হিন্দুরা অনেকদিন ধরে ওই জায়গায় পূজা করে আসছে। গতকাল কিছু মাদ্রাসার ছেলেপেলে এসে ভাঙচুর করে, বাধা দেয় এবং মন্দির সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেয়।' মন্দির হামলার বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলে জানায় খিলক্ষেতে থানা পুলিশ।

মন্দিরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মহিউদ্দিন বাংলাফ্যাক্টকে বলেন, ‘সরকারি জায়গায় মন্দির স্থাপন করার বিষয় জেনেছি, আমরা মন্দির অপসারণের জন্য সাত দিনের সময় দিয়েছি।’

ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘যদি আগামীকালকের মধ্যে মন্দির সরানো না হয়, তাহলে তারা তা ভেঙে ফেলবে এবং ঢাকার হিন্দুদের জবাই করার হুমকি দিয়েছে। আমরা, বাংলাদেশের হিন্দুরা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। জামায়াত-সমর্থিত সরকারের হাত থেকে আমাদের উপাসনালয়গুলোকে রক্ষা করুন, অনুগ্রহ করে।’ বাংলাদেশী হিন্দুস পোস্টে ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করে, ‘বাংলাদেশের খিলক্ষেত এলাকা থেকে ভিজ্যুয়াল আসছে। হাজারো ইসলামপন্থী একত্রিত হয়েছে একটি দুর্গা মন্দিরের বাইরে, দুর্গা মূর্তি সরানোর দাবিতে। তাদের দাবি, দুর্গা মূর্তি দেখা তাদের জন্য ‘হারাম’।

বিশ্ব হিন্দু মহাজোট নামক একটি ফেসবুক গ্রুপে আনন্দ শর্মা একাধিক ছবি ও ভিডিও দিয়ে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘তারিখ ২৩/০৬/২০২৫ সন্ধ্যার পরে… খিলখেত সার্বজনীন দূর্গা মন্দির ভাঙতে এসেছে খিলক্ষেত এলাকার মুসলিমরা। খিলক্ষেতে অনেক সনাতনী থাকা সত্ত্বেও এখানে কোন ধর্মীয় মন্দির নেই। এবং তারা হুমকি দিয়ে গিয়েছে আগামীকাল বারোটার ভিতরে যদি মন্দির এখান থেকে না সরিয়ে নেয়া হয় তাহলে ভেঙ্গে দিবে।’ (অপরিবর্তিত)

তবে স্থানীয়দের ভাষ্যমতে, হামলার কোন ঘটনা ঘটেনি। তবে সরকারি জায়গায় মন্দির তৈরির বিষয়ে বাধা সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য খিলক্ষেত থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট টিম। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে মন্দির নির্মাণের বিষয়ে কথা কাটাকাটি হয়। কোন হামলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবে।’ এ বিষয়ে কোন ধরণের অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওসি।