| ফ্যাক্ট চেক

যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, পেজের স্ক্রিনশটটিও এডিটেড

২৭ মে ২০২৫


বিকৃত

'হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ' শীর্ষক শিরোনামে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি; বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ডিজাইন নকল করে উক্ত ফটোকার্ড সম্বলিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ মে'র কথা উল্লেখ করা হয়েছে। এই ফটোকার্ডের বানানেও অসংগতি খুঁজে পায় বাংলাফ্যাক্ট টিম।
বিষয়টি যাচাইয়ে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে গত ২৬ মে বা এর আগে-পরে আলোচিত স্ক্রিনশট সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত স্ক্রিনশটের বিষয়ে বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে- এ বিষয়ে ফেসবুকে প্রচারিত সবগুলো স্ক্রিনশটেই প্রকাশের সময় (১ ঘণ্টা) একই দেখা যাচ্ছে। তাছাড়া উক্ত স্ক্রিনশটের সবগুলো পোস্টের রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যা (1.6K, 102 comments, 11 shares) একই দেখা যাচ্ছে। যমুনা টিভির পেজে এমন পোস্ট হলে যদি পেজ থেকে সরিয়েও নিতো তাহলেও এটি প্রকাশের ভিন্ন ভিন্ন সময়ের স্ক্রিনশট পাওয়া যেত। তাছাড়া সবগুলো স্ক্রিনশটে এর রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যাও একই থাকতো না।
আলোচিত স্ক্রিনশট ও ফটোকার্ডের বিষয়ে জানতে চাইলে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদ বাংলাফ্যাক্টকে বলেন, "ফটোকার্ডটি ভুয়া। স্ক্রিনশটটিও এডিটেড।"
অর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পেজের পোস্ট দাবিতে প্রচারিত ‘হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ' শীর্ষক স্ক্রিনশটটি যমুনা টিভির পেজের নয় এবং স্ক্রিনশটের সাথে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।
তাছাড়া, সচিবালয়ে আন্দোলনকারীদের ওপর হাসনাত আব্দুল্লাহ'র গুলির নির্দেশ শীর্ষক দাবির বিষয়েও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, পেজের স্ক্রিনশটটিও এডিটেড

২৭ মে ২০২৫

যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, পেজের স্ক্রিনশটটিও এডিটেড

'হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ' শীর্ষক শিরোনামে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি; বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ডিজাইন নকল করে উক্ত ফটোকার্ড সম্বলিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ মে'র কথা উল্লেখ করা হয়েছে। এই ফটোকার্ডের বানানেও অসংগতি খুঁজে পায় বাংলাফ্যাক্ট টিম।
বিষয়টি যাচাইয়ে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে গত ২৬ মে বা এর আগে-পরে আলোচিত স্ক্রিনশট সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত স্ক্রিনশটের বিষয়ে বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে- এ বিষয়ে ফেসবুকে প্রচারিত সবগুলো স্ক্রিনশটেই প্রকাশের সময় (১ ঘণ্টা) একই দেখা যাচ্ছে। তাছাড়া উক্ত স্ক্রিনশটের সবগুলো পোস্টের রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যা (1.6K, 102 comments, 11 shares) একই দেখা যাচ্ছে। যমুনা টিভির পেজে এমন পোস্ট হলে যদি পেজ থেকে সরিয়েও নিতো তাহলেও এটি প্রকাশের ভিন্ন ভিন্ন সময়ের স্ক্রিনশট পাওয়া যেত। তাছাড়া সবগুলো স্ক্রিনশটে এর রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যাও একই থাকতো না।
আলোচিত স্ক্রিনশট ও ফটোকার্ডের বিষয়ে জানতে চাইলে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদ বাংলাফ্যাক্টকে বলেন, "ফটোকার্ডটি ভুয়া। স্ক্রিনশটটিও এডিটেড।"
অর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পেজের পোস্ট দাবিতে প্রচারিত ‘হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ' শীর্ষক স্ক্রিনশটটি যমুনা টিভির পেজের নয় এবং স্ক্রিনশটের সাথে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।
তাছাড়া, সচিবালয়ে আন্দোলনকারীদের ওপর হাসনাত আব্দুল্লাহ'র গুলির নির্দেশ শীর্ষক দাবির বিষয়েও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।