| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার
৭ আগস্ট ২০২৫
ভারতের আসামের গোয়ালপাড়ায় অবৈধ বাংলাদেশিরা দেশীয় অস্ত্র বর্শা এবং পাথর দিয়ে স্থানীয় কর্মকর্তাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন বয়সের মানুষ লাঠি-সোটা ও বর্শা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসামের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ১ জুলাই কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল্লাহপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়।
এছাড়াও, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাক এবং ঢাকা পোস্টেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে ভারতের আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
প্যারাগুয়ের ঘটনাকে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীর চুরি’ হিসেবে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে
শান্তিতে নোবেল পুরস্কারের নামে ভূয়া খবর
আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো পুরোনো
ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
যমুনা টিভির এডিটেড ফটোকার্ডে প্রধান উপদেষ্টার ছবি বিকৃত করে অপপ্রচার।
আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
হিজবুত তাহ্রীরের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়
গুগল ম্যাপ থেকে সম্প্রতি ফিলি/স্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর
ফ্যাক্ট চেক
কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার
৭ আগস্ট ২০২৫
ভারতের আসামের গোয়ালপাড়ায় অবৈধ বাংলাদেশিরা দেশীয় অস্ত্র বর্শা এবং পাথর দিয়ে স্থানীয় কর্মকর্তাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন বয়সের মানুষ লাঠি-সোটা ও বর্শা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসামের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ১ জুলাই কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল্লাহপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়।
এছাড়াও, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাক এবং ঢাকা পোস্টেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে ভারতের আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।