| ফ্যাক্ট চেক

ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার

২৭ সেপ্টেম্বর ২০২৫


মিথ্যা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে- খাগড়াছড়িতে রাতে গোলাগুলি চলছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়াতে দেখা যায়।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং ইন্দোনেশিয়ার। গত আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ হয়। এটি সেই ঘটনারই দৃশ্য।


ভিডিওটি থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Aung Zaw Myint’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ঘটনাটি ইন্দোনেশিয়ার।


পাশাপাশি, Eric Sua নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট থেকেও ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে জানা যায়।


এছাড়া, ভিডিওটিতে একটি গাড়ির গায়ে ‘BRIMOB’ লেখা দেখা যায়। অনুসন্ধানে জানা গেছে, এটি ইন্দোনেশিয়ার পুলিশের অধীনস্থ আধাসামরিক বিশেষায়িত ইউনিট Mobile Brigade Corps।


অর্থাৎ, ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে; যা মিথ্যা।


তথ্যসূত্র:

Facebook , Facebook , Mobile Brigade Corps

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার

২৭ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে- খাগড়াছড়িতে রাতে গোলাগুলি চলছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়াতে দেখা যায়।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং ইন্দোনেশিয়ার। গত আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ হয়। এটি সেই ঘটনারই দৃশ্য।


ভিডিওটি থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Aung Zaw Myint’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ঘটনাটি ইন্দোনেশিয়ার।


পাশাপাশি, Eric Sua নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট থেকেও ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে জানা যায়।


এছাড়া, ভিডিওটিতে একটি গাড়ির গায়ে ‘BRIMOB’ লেখা দেখা যায়। অনুসন্ধানে জানা গেছে, এটি ইন্দোনেশিয়ার পুলিশের অধীনস্থ আধাসামরিক বিশেষায়িত ইউনিট Mobile Brigade Corps।


অর্থাৎ, ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে; যা মিথ্যা।


তথ্যসূত্র:

Facebook , Facebook , Mobile Brigade Corps