| ফ্যাক্ট চেক

আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার

৮ অক্টোবর ২০২৫


মিথ্যা

আরটিভি এবং দৈনিক জনকণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে সম্প্রতি একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, শেখ হাসিনার কাছে/হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে চান প্রধান উপদেষ্টা।


কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেছেন, তার সত্যতা বাংলাফ্যাক্ট খুঁজে পায়নি। আরটিভি কিংবা দৈনিক জনকণ্ঠ - কোনো গণমাধ্যমই আলোচিত তথ্য সম্বলিত এমন কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি। গণমাধ্যম দুটোর ফটোকার্ডের আদলে ফটোকার্ড দুটি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে।


আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ফটোকার্ডটির টেক্সট ফন্ট আরটিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথে মিল নেই।


পাশাপাশি, দৈনিক জনকণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটেও এমন ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এই ফটোকার্ডটির টেক্সট ফন্ট-এও জনকণ্ঠের প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথে পার্থক্য রয়েছে।


অর্থাৎ, প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ‘ক্ষমতা হস্তান্তর’ নিয়ে প্রচারিত এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ফটোকার্ডগুলোও নকল।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার

৮ অক্টোবর ২০২৫

আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার

আরটিভি এবং দৈনিক জনকণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে সম্প্রতি একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, শেখ হাসিনার কাছে/হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে চান প্রধান উপদেষ্টা।


কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেছেন, তার সত্যতা বাংলাফ্যাক্ট খুঁজে পায়নি। আরটিভি কিংবা দৈনিক জনকণ্ঠ - কোনো গণমাধ্যমই আলোচিত তথ্য সম্বলিত এমন কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি। গণমাধ্যম দুটোর ফটোকার্ডের আদলে ফটোকার্ড দুটি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে।


আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ফটোকার্ডটির টেক্সট ফন্ট আরটিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথে মিল নেই।


পাশাপাশি, দৈনিক জনকণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটেও এমন ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এই ফটোকার্ডটির টেক্সট ফন্ট-এও জনকণ্ঠের প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথে পার্থক্য রয়েছে।


অর্থাৎ, প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ‘ক্ষমতা হস্তান্তর’ নিয়ে প্রচারিত এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ফটোকার্ডগুলোও নকল।