| ফ্যাক্ট চেক
যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৪ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা
সম্প্রতি যমুনা টিভি ও ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে মির্জা ফখরুলের নামে কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। যেমন, যমুনা টিভির লগো সম্বলিত কার্ডে মির্জা ফখরুলের নামে ‘৭১ এর চেতনা কে বাচিয়ে রাখতে দরকার হলে আওয়ামিলীগ এর সাথে জোট করবো’ এবং ‘আওয়ামিলীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করতে চায় বিএনপি’ মন্তব্য প্রচারিত হচ্ছে।
পাশাপাশি, ডিবিসি নিউজের লগো সম্বলিত কার্ডে ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সঙ্গে সমন্বয় করে জামাতকে ঠেকানোর সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এই তিন শক্তি একত্রে জামাতকে প্রতিহত করে দেব’ শীর্ষক মন্তব্যও ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ছড়িয়ে পড়া এমন কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া, যমুনা টিভি ও ডিবিসি নিউজ আলোচিত মন্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যম দুটির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নকল করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আলোচিত মন্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের দৈনিক ‘এই সময়’ -এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে রাজনৈতিক পরিসরে আলোচনা-সমালোচনা চলছে। তবে, প্রকাশিত এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি বলে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সাক্ষাৎকারটি নিয়ে বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবি করে যমুনা টিভি ও ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত ফটোকার্ডগুলো ছড়ানো হচ্ছে।
যমুনা টিভির ফটোকার্ড যাচাই:
অনুসন্ধানে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত দুটি মন্তব্য নিয়ে কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে যমুনা টিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ড দুটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন - যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ড দুটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়া, ফটোকার্ড দুটিতে প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই।
ডিবিসি নিউজের ফটোকার্ড যাচাই:
অনুসন্ধানে ফটোকার্ডটিতে উল্লেখিত তারিখের সূত্র ধরে ডিবিসি নিউজ -এর ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সঙ্গে সমন্বয় করে জামাতকে ঠেকানোর সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এই তিন শক্তি একত্রে জামাতকে প্রতিহত করে দেব।’ মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন দাবি করে কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাডাও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে ডিবিসি নিউজ -এর লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটিতে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন - ডিবিসি নিউজ -এর ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, প্রযুক্তির সাহায্যে যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ফটেকার্ডগুলো তৈরি করে ছড়িয়েছে।
তাছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্য করেছেন দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত এই মন্তব্যগুলো ভুয়া এবং ফটোকার্ডগুলো নকল।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
বিভ্রান্তিকর
প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়...
.jpg)
মিথ্যা
নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার
.jpg)
গুজব
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সামরিক ও জুনিয়র অফিসা...
.jpg)
মিথ্যা
গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের এই ভিডিওটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক
যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৪ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি যমুনা টিভি ও ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে মির্জা ফখরুলের নামে কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। যেমন, যমুনা টিভির লগো সম্বলিত কার্ডে মির্জা ফখরুলের নামে ‘৭১ এর চেতনা কে বাচিয়ে রাখতে দরকার হলে আওয়ামিলীগ এর সাথে জোট করবো’ এবং ‘আওয়ামিলীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করতে চায় বিএনপি’ মন্তব্য প্রচারিত হচ্ছে।
পাশাপাশি, ডিবিসি নিউজের লগো সম্বলিত কার্ডে ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সঙ্গে সমন্বয় করে জামাতকে ঠেকানোর সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এই তিন শক্তি একত্রে জামাতকে প্রতিহত করে দেব’ শীর্ষক মন্তব্যও ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ছড়িয়ে পড়া এমন কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া, যমুনা টিভি ও ডিবিসি নিউজ আলোচিত মন্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যম দুটির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নকল করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আলোচিত মন্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের দৈনিক ‘এই সময়’ -এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে রাজনৈতিক পরিসরে আলোচনা-সমালোচনা চলছে। তবে, প্রকাশিত এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি বলে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সাক্ষাৎকারটি নিয়ে বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবি করে যমুনা টিভি ও ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত ফটোকার্ডগুলো ছড়ানো হচ্ছে।
যমুনা টিভির ফটোকার্ড যাচাই:
অনুসন্ধানে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত দুটি মন্তব্য নিয়ে কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে যমুনা টিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ড দুটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন - যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ড দুটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়া, ফটোকার্ড দুটিতে প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই।
ডিবিসি নিউজের ফটোকার্ড যাচাই:
অনুসন্ধানে ফটোকার্ডটিতে উল্লেখিত তারিখের সূত্র ধরে ডিবিসি নিউজ -এর ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সঙ্গে সমন্বয় করে জামাতকে ঠেকানোর সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এই তিন শক্তি একত্রে জামাতকে প্রতিহত করে দেব।’ মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন দাবি করে কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাডাও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে ডিবিসি নিউজ -এর লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটিতে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন - ডিবিসি নিউজ -এর ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, প্রযুক্তির সাহায্যে যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ফটেকার্ডগুলো তৈরি করে ছড়িয়েছে।
তাছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্য করেছেন দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত এই মন্তব্যগুলো ভুয়া এবং ফটোকার্ডগুলো নকল।