| ফ্যাক্ট চেক
সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৪ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
মিথ্যা
নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘাতের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে গত ২৯ জুন ‘प्रतापगढ़ में जमीन विवाद में फावड़े से हमला, VIDEO:युवक का सिर फटा, 5 लोग घायल; 3 आरोपी हिरासत में’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রতাপগড়ের আসপুর দেবসরা থানা এলাকার বিঝলা গ্রামে হীরা যাদব এবং তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনা ঘটে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে হীরা যাদবের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এ ঘটনাটি ভারতের বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
মিথ্যা
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
.jpg)
গুজব
আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে ২০২০ সালের ভিডিও প্রচার

মিথ্যা
সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের

বিভ্রান্তিকর
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো

ফ্যাক্ট চেক
সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৪ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘাতের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে গত ২৯ জুন ‘प्रतापगढ़ में जमीन विवाद में फावड़े से हमला, VIDEO:युवक का सिर फटा, 5 लोग घायल; 3 आरोपी हिरासत में’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রতাপগড়ের আসপুর দেবসরা থানা এলাকার বিঝলা গ্রামে হীরা যাদব এবং তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনা ঘটে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে হীরা যাদবের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এ ঘটনাটি ভারতের বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।