| ফ্যাক্ট চেক

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

১৯ অক্টোবর ২০২৫


মিথ্যা

গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেগুলোর সঙ্গে বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।


একটি ভিডিওতে দাবি করা হয়, আগুন লাগার পর বিমান থেকে যাত্রীদের উদ্ধার অভিযান চলছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একের পর এক অ্যাম্বুলেন্স বিমানবন্দর এলাকা থেকে বের হচ্ছে এবং বলা হয়, প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।


বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, উল্লিখিত ভিডিওগুলো ভিন্ন ঘটনার। এগুলোর কোনোটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও প্রচারের মাধ্যমে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।



শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কহীন উদ্ধার অভিযানের ভিডিও প্রচার


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের যাত্রীদের উদ্ধার অভিযান চলছে— এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার। এটি বিগত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি ঘটনার ভিডিও। ওই সময় একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুন দেখা দিলে জরুরি স্লাইড (Escape Slide) ব্যবহার করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।


 অর্থাৎ, প্রচারিত ভিডিওটির সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।  


শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কহীন ‘অ্যাম্বুলেন্সে লাশ নেওয়ার’ ভিডিও প্রচার 


শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই - এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।


তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ঢাকার নয়; বরং এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিডিও। জিওলোকেশন বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এছাড়া ১৮ অক্টোবর ‘Sandwip.Tv’ নামের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য পাওয়া গেছে।


ভিডিওটির আসল প্রেক্ষাপট হলো - ওমানে নিহত বাংলাদেশিদের মরদেহ চট্টগ্রাম বিমানবন্দর থেকে হস্তান্তরের দৃশ্য।


অর্থাৎ, আলোচিত ভিডিও দুটির সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই।



আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

১৯ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেগুলোর সঙ্গে বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।


একটি ভিডিওতে দাবি করা হয়, আগুন লাগার পর বিমান থেকে যাত্রীদের উদ্ধার অভিযান চলছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একের পর এক অ্যাম্বুলেন্স বিমানবন্দর এলাকা থেকে বের হচ্ছে এবং বলা হয়, প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।


বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, উল্লিখিত ভিডিওগুলো ভিন্ন ঘটনার। এগুলোর কোনোটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও প্রচারের মাধ্যমে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।



শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কহীন উদ্ধার অভিযানের ভিডিও প্রচার


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের যাত্রীদের উদ্ধার অভিযান চলছে— এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার। এটি বিগত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি ঘটনার ভিডিও। ওই সময় একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুন দেখা দিলে জরুরি স্লাইড (Escape Slide) ব্যবহার করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।


 অর্থাৎ, প্রচারিত ভিডিওটির সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।  


শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পর্কহীন ‘অ্যাম্বুলেন্সে লাশ নেওয়ার’ ভিডিও প্রচার 


শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই - এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।


তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ঢাকার নয়; বরং এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিডিও। জিওলোকেশন বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এছাড়া ১৮ অক্টোবর ‘Sandwip.Tv’ নামের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য পাওয়া গেছে।


ভিডিওটির আসল প্রেক্ষাপট হলো - ওমানে নিহত বাংলাদেশিদের মরদেহ চট্টগ্রাম বিমানবন্দর থেকে হস্তান্তরের দৃশ্য।


অর্থাৎ, আলোচিত ভিডিও দুটির সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই।