| ফ্যাক্ট চেক

কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও

৯ সেপ্টেম্বর ২০২৫


মিথ্যা

কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রেখেছে- এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়। মূলত, বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও ব্যবহার করে এটা ছড়ানো হয়েছে।


আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে @ththakor3289 নামে ইউটিউব চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি গুগলের সাহায্যে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, এটি পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে একটি শিক্ষামূলক ভিডিও এবং এটি সাজানো ।


পরবর্তীতে, @ththakor3289 অ্যাকাউন্টটিতে একই পোশাকে একই নারীর আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।


তাছাড়া, কুমিল্লা জেলায় ইলিয়াসগঞ্জ নামে কোনো স্থানের নাম অনুসন্ধানে পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সম্প্রতি কুমিল্লায় রুনা নামে মহিলা লীগের কোনো সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।


উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের বন্যা চলাকালীন পানিতে একজন মৃত নারী ভেসে যাওয়ার দৃশ্য দাবি করে একই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেই সময়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।


অর্থাৎ, কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রাখা হয়েছে দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা এবং ভিডিওটিও স্ক্রিপ্টেড।


তথ্যসূত্র: You Tube , Ajker Patrika

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও

৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও

কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রেখেছে- এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়। মূলত, বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও ব্যবহার করে এটা ছড়ানো হয়েছে।


আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে @ththakor3289 নামে ইউটিউব চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি গুগলের সাহায্যে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, এটি পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে একটি শিক্ষামূলক ভিডিও এবং এটি সাজানো ।


পরবর্তীতে, @ththakor3289 অ্যাকাউন্টটিতে একই পোশাকে একই নারীর আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।


তাছাড়া, কুমিল্লা জেলায় ইলিয়াসগঞ্জ নামে কোনো স্থানের নাম অনুসন্ধানে পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সম্প্রতি কুমিল্লায় রুনা নামে মহিলা লীগের কোনো সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।


উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের বন্যা চলাকালীন পানিতে একজন মৃত নারী ভেসে যাওয়ার দৃশ্য দাবি করে একই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেই সময়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।


অর্থাৎ, কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রাখা হয়েছে দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা এবং ভিডিওটিও স্ক্রিপ্টেড।


তথ্যসূত্র: You Tube , Ajker Patrika