| ফ্যাক্ট চেক
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২২ সালে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের
৯ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
মিথ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে সাদিক কায়েমসহ অর্ধশতাধিক আহত হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৬ মে হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার দৃশ্য এটি।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান BenarNews Bengali’র ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ মে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেদিন ছাত্রদলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায়।
এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ২০২২ সালের ২৬ মে দ্যা ডেইলি স্টারে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে হাইকোর্টের সামনে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের তথ্য এবং এতে সাদিক কায়েমসহ অর্ধশতাধিক আহত হয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র: Benar News , archive today
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন
.jpg)
বিভ্রান্তিকর
রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার

মিথ্যা
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ ও আসিফের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার
.jpg)
বিকৃত
মমতাজ বেগমের বাড়ি ভাঙার নয়, মার্চে বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সময়ে ধারণকৃত ভিডিও এ...

মিথ্যা
প্রধান উপদেষ্টার নামে ভূয়া ফটোকার্ড

ফ্যাক্ট চেক
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২২ সালে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের
৯ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে সাদিক কায়েমসহ অর্ধশতাধিক আহত হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৬ মে হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার দৃশ্য এটি।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান BenarNews Bengali’র ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ মে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেদিন ছাত্রদলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায়।
এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ২০২২ সালের ২৬ মে দ্যা ডেইলি স্টারে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে হাইকোর্টের সামনে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের তথ্য এবং এতে সাদিক কায়েমসহ অর্ধশতাধিক আহত হয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র: Benar News , archive today