| ফ্যাক্ট চেক
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার
৬ অক্টোবর ২০২৫

বিকৃত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ শিরোনামে চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি।
মূলত, চ্যানেল ২৪ ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর ‘ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
চ্যানেল ২৪ এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
অর্থাৎ, চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র:
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন

মিথ্যা
মাজার ইস্যুতে জামায়াতে ইসলামীর আমিরের নাম জড়িয়ে ‘আমার দেশ’ এর লোগো সম্বলিত ভুয়া ফটোকার্ড প্রচা...

মিথ্যা
শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত—দাবিটি ভিত্তিহীন

বিকৃত
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার

মিথ্যা
আলোচিত এই ফটোকার্ডটি ভুয়া বলে কালের কণ্ঠ নিশ্চিত করেছে

ফ্যাক্ট চেক
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার
৬ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ শিরোনামে চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি।
মূলত, চ্যানেল ২৪ ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর ‘ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
চ্যানেল ২৪ এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
অর্থাৎ, চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র: