| ফ্যাক্ট চেক
গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের এই ভিডিওটি এআই দিয়ে তৈরি
২৮ জুলাই ২০২৫
.jpg)
মিথ্যা
রাজধানীর গুলশানে গত ২৬ জুলাই গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। পরবর্তীতে এই দুই সংগঠন থেকে ৫ জনকেই স্থায়ী বহিষ্কার করার তথ্য গণমাধ্যমে এসেছে।
এরই প্রেক্ষিতে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গুলশানে চাঁদাবাজির ঘটনায় "চাঁদাবাজ হোক বা যাই হোক ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না।"- এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গুলশানের চাঁদাবাজির ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এর ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এছাড়া, ভিডিওটির ইংরেজি ভাষার সাবটাইটেলের বাক্য গঠন, ব্যকরণ ও বেশকিছু বানানের ভুল উপস্থাপন পাওয়া গিয়েছে।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে; যা মিথ্যা।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন

ফ্যাক্ট চেক
গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের এই ভিডিওটি এআই দিয়ে তৈরি
২৮ জুলাই ২০২৫
.jpg)
রাজধানীর গুলশানে গত ২৬ জুলাই গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। পরবর্তীতে এই দুই সংগঠন থেকে ৫ জনকেই স্থায়ী বহিষ্কার করার তথ্য গণমাধ্যমে এসেছে।
এরই প্রেক্ষিতে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গুলশানে চাঁদাবাজির ঘটনায় "চাঁদাবাজ হোক বা যাই হোক ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না।"- এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গুলশানের চাঁদাবাজির ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এর ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এছাড়া, ভিডিওটির ইংরেজি ভাষার সাবটাইটেলের বাক্য গঠন, ব্যকরণ ও বেশকিছু বানানের ভুল উপস্থাপন পাওয়া গিয়েছে।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে; যা মিথ্যা।