| ফ্যাক্ট চেক

সেনাবাহিনী কর্তৃক সমন্বয়কদের মারধরের নয়, এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও

১০ জুলাই ২০২৫


মিথ্যা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মব সৃষ্টি করতে গেলে সেনাবাহিনী তাদের মারধর করেছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ব্রীজের ওপর সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একদল যুবকে শাস্তি দিচ্ছেন।


তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। এর সঙ্গে সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের কোনো সম্পর্ক নেই।


দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Rk NUR NOBI নামে ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১ জুলাইয়ে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনামে উল্লেখ রয়েছে, এটি ২০২১ সালে কোভিড-১৯ চলাকালীন বাইরে বের হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী উক্ত ব্যক্তিদের শাস্তি দেয়।


একই তারিখে প্রকাশিত উক্ত তথ্য সম্বলিত ভিডিও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়।


অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ২০২৪ সালের জুলাই মাসে। আর জুলাই আন্দোলনের অন্তত তিন বছর আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। ফলে সমন্বয়কদের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের কোনো তথ্য পাওয়া যায়নি।


অর্থাৎ, সম্প্রতি মব সৃষ্টি করায় সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

সেনাবাহিনী কর্তৃক সমন্বয়কদের মারধরের নয়, এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও

১০ জুলাই ২০২৫

সেনাবাহিনী কর্তৃক সমন্বয়কদের মারধরের নয়, এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মব সৃষ্টি করতে গেলে সেনাবাহিনী তাদের মারধর করেছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ব্রীজের ওপর সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একদল যুবকে শাস্তি দিচ্ছেন।


তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। এর সঙ্গে সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের কোনো সম্পর্ক নেই।


দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Rk NUR NOBI নামে ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১ জুলাইয়ে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনামে উল্লেখ রয়েছে, এটি ২০২১ সালে কোভিড-১৯ চলাকালীন বাইরে বের হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী উক্ত ব্যক্তিদের শাস্তি দেয়।


একই তারিখে প্রকাশিত উক্ত তথ্য সম্বলিত ভিডিও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়।


অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ২০২৪ সালের জুলাই মাসে। আর জুলাই আন্দোলনের অন্তত তিন বছর আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। ফলে সমন্বয়কদের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের কোনো তথ্য পাওয়া যায়নি।


অর্থাৎ, সম্প্রতি মব সৃষ্টি করায় সেনাবাহিনী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারধরের দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।