| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ড দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো
১৩ জুলাই ২০২৫
মিথ্যা
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চেয়ে গতকাল ১২ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির পার্টি অফিসে এনসিপি ও জামায়েত-শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দাবিতে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসম্পর্কিত দাবিগুলো সঠিক নয় এবং আলোচিত ভিডিওগুলোও পুরোনো।
ভিডিও যাচাই- ০১
রাজধানীর খিলক্ষেতে থানা বিএনপির প্রধান কার্যালয়ে এনসিপি ও শিবির মিলে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। তবে এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায় ভিডিওটি গত ২৬ জুনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনার।
দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান ডেইলি সানের ইউটিউব চ্যানেলে গত ২৬ জুনে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, সেদিন যৌথবাহিনী খিলক্ষেতে বিএনপির অফিস ভেঙ্গে দেয়।
পরবর্তীতে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে খিলক্ষেত রেলগেট পর্যন্ত রেললাইনের দুপাশ ঘেঁষে গড়ে ওঠা দুই শর মতো স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে একটি স্থানীয় বিএনপি ও একটি জামায়াতে ইসলামীর কার্যালয় ছিল।
ভিডিও যাচাই- ২
কুমিল্লায় বিএনপির অফিসে এনসিপি ও শিবির মিলে আগুন দিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায়, এই ভিডিওটি গত ১৭ মে পদবঞ্চিত ছাত্রদল কর্তৃক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার।
দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১৭ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, পদবঞ্চিত হওয়ায় ছাত্রদল নেতারা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে বিক্ষোভ ও আগুন দেয়।
ভিডিও যাচাই- ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায়, ভিডিওটি গতবছরের ৬ অক্টোবরে নারায়ণগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপি নেতার অফিসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনার।
ভিডিওতে থাকা একাত্তর টিভির লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রকাশিত একই ভিডিও প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গতবছরের ৬ অক্টোবরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানের অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়।
অর্থাৎ, বিএনপির পার্টি অফিসে সম্প্রতি এনসিপি ও জামায়েত-শিবিরের নেতাকর্মীদের ভাঙচুর ও আগুন দেওয়ার দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার।
Topics:
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
৩০ নভেম্বর ২০২৫
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৮ নভেম্বর ২০২৫
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
বিভ্রান্তিকর
২৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মিথ্যা
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নয়, এটি ঢাকাস্থ পাকিস্তানিদের সমাবেশের পুরোনো ভিডিও
মিথ্যা
বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা
মিথ্যা
ভুয়া ফটোকার্ডে আসিফ নজরুলের নামে বানোয়াট মন্তব্য প্রচার
বিকৃত
সম্পাদিত ছবি দিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে প্রধান উপদেষ্টার নামে অপপ্রচার
ফ্যাক্ট চেক
বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ড দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো
১৩ জুলাই ২০২৫
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চেয়ে গতকাল ১২ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির পার্টি অফিসে এনসিপি ও জামায়েত-শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দাবিতে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসম্পর্কিত দাবিগুলো সঠিক নয় এবং আলোচিত ভিডিওগুলোও পুরোনো।
ভিডিও যাচাই- ০১
রাজধানীর খিলক্ষেতে থানা বিএনপির প্রধান কার্যালয়ে এনসিপি ও শিবির মিলে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। তবে এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায় ভিডিওটি গত ২৬ জুনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনার।
দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান ডেইলি সানের ইউটিউব চ্যানেলে গত ২৬ জুনে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, সেদিন যৌথবাহিনী খিলক্ষেতে বিএনপির অফিস ভেঙ্গে দেয়।
পরবর্তীতে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে খিলক্ষেত রেলগেট পর্যন্ত রেললাইনের দুপাশ ঘেঁষে গড়ে ওঠা দুই শর মতো স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে একটি স্থানীয় বিএনপি ও একটি জামায়াতে ইসলামীর কার্যালয় ছিল।
ভিডিও যাচাই- ২
কুমিল্লায় বিএনপির অফিসে এনসিপি ও শিবির মিলে আগুন দিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায়, এই ভিডিওটি গত ১৭ মে পদবঞ্চিত ছাত্রদল কর্তৃক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার।
দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১৭ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, পদবঞ্চিত হওয়ায় ছাত্রদল নেতারা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে বিক্ষোভ ও আগুন দেয়।
ভিডিও যাচাই- ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে যাচাই করে দেখা যায়, ভিডিওটি গতবছরের ৬ অক্টোবরে নারায়ণগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপি নেতার অফিসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনার।
ভিডিওতে থাকা একাত্তর টিভির লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রকাশিত একই ভিডিও প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গতবছরের ৬ অক্টোবরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানের অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়।
অর্থাৎ, বিএনপির পার্টি অফিসে সম্প্রতি এনসিপি ও জামায়েত-শিবিরের নেতাকর্মীদের ভাঙচুর ও আগুন দেওয়ার দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার।