| ফ্যাক্ট চেক
তারেক রহমানের কারাদণ্ড নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ সেপ্টেম্বর ২০২৫

বিকৃত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী “তারেক রহমান দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার” বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে কালবেলার লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানে কালবেলার ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। কালবেলার ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, কালবেলার ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ সেপ্টেম্বর ‘ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালবেলার ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নৌ-ডাকাত নয়ন-পিয়াসসহ একাধিক আসামি পাশের দেশে পালিয়ে গেছে। ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার। গত ৬ সেপ্টেম্বর বিকেলে গজারিয়ার দুর্গম অঞ্চল গুয়াগাছিয়ার জামালপুর গ্রামে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।’
অর্থাৎ, কালবেলার লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র: কালবেলার মূল ফটোকার্ড , কালবেলার প্রতিবেদন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
তারেক রহমানের কারাদণ্ড নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী “তারেক রহমান দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার” বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে কালবেলার লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানে কালবেলার ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। কালবেলার ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, কালবেলার ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ সেপ্টেম্বর ‘ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালবেলার ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নৌ-ডাকাত নয়ন-পিয়াসসহ একাধিক আসামি পাশের দেশে পালিয়ে গেছে। ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার। গত ৬ সেপ্টেম্বর বিকেলে গজারিয়ার দুর্গম অঞ্চল গুয়াগাছিয়ার জামালপুর গ্রামে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।’
অর্থাৎ, কালবেলার লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র: কালবেলার মূল ফটোকার্ড , কালবেলার প্রতিবেদন