| ফ্যাক্ট চেক | রাজনীতি
মেক্সিকোর ঘটনাকে কুমিল্লা আওয়ামী লীগ নেতা পুড়িয়ে মারা বলে প্রচার
২৫ মে ২০২৫
গুজব
গতকাল শনিবার কুমিল্লায় আওয়ামীগ নেতাকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। মেক্সিকোর একটি ঘটনাকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে ‘কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কে জামাত বি এন পির রাজাকারেরা মেরে আগুন দিয়ে দিছে। আইয়া মে জাহেলিয়াত কেও হার মানিয়েছে।’(বানান অপরিবর্তিত) ক্যাপশন দিয়ে গত শনিবার ভোরে প্রচার করা হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও প্রচার করে আওয়ামী সংশ্লিষ্টরা।
প্রচার করা এ ভিডিওতে দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় এক ব্যক্তি মাটিতে হাঁটু গেড়ে বসে কাতরাচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। ফলে পুরো শরীরে আগুন জ্বলে ওঠে। ব্যক্তিটি মাটিতে গড়াগড়ি করছেন। আরেকজনের হাতে একটি পাত্র রয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫২১ টি কমেন্ট পড়েছে এবং ৩ হাজার ৩০০ আইডি/পেজ থেকে শেয়ার হয়েছে। ভিডিওটি সত্য মনে করে অনেককে কমেন্ট করতে দেখা যায়। Muradul Hoque Chowdhury Murad লিখেন- এদের সাথে প্রশাসনের আশীর্বাদ আছে তাই এত সাহস করে।(বানান অপরিবর্তিত) Md Abul Qayum লিখেন- মানুষ যতই অন্যায় করুক তার জন্য বিচার আছে। কিন্তু একজন মানবজাতি, আরেক জন মানব জাতিকে এইভাবে নির্যাতন করে মারতে পারে? কেয়ামত অতি সন্নিকটে। (বানান অপরিবর্তিত)
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মেক্সিকোর। ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ৫ মে বর্ডারল্যান্ড বিট( Borderland Beat ) নামের সাইটের একটি প্রতিবেদন এবং ২০২৩ সালের ৬ মে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ডেইলি স্টারের একটি প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির দেহ কাঠামো, আগুনের দৃশ্য একজনের হাতে পাত্র- এসব দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, মেক্সিকোর মাদক পাচারকারী একটি চক্রের সদস্যরা রাতে আরেকটি মাদক পাচারকারী চক্রের সদস্যকে নগ্ন করে পুড়িয়ে মেরে ফেলে।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের গণমাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে— এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।সুতরাং, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়।
Topics:
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
৩০ নভেম্বর ২০২৫
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৮ নভেম্বর ২০২৫
এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
বিভ্রান্তিকর
২৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
মেক্সিকোর ঘটনাকে কুমিল্লা আওয়ামী লীগ নেতা পুড়িয়ে মারা বলে প্রচার
২৫ মে ২০২৫
গতকাল শনিবার কুমিল্লায় আওয়ামীগ নেতাকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। মেক্সিকোর একটি ঘটনাকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে ‘কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কে জামাত বি এন পির রাজাকারেরা মেরে আগুন দিয়ে দিছে। আইয়া মে জাহেলিয়াত কেও হার মানিয়েছে।’(বানান অপরিবর্তিত) ক্যাপশন দিয়ে গত শনিবার ভোরে প্রচার করা হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও প্রচার করে আওয়ামী সংশ্লিষ্টরা।
প্রচার করা এ ভিডিওতে দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় এক ব্যক্তি মাটিতে হাঁটু গেড়ে বসে কাতরাচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। ফলে পুরো শরীরে আগুন জ্বলে ওঠে। ব্যক্তিটি মাটিতে গড়াগড়ি করছেন। আরেকজনের হাতে একটি পাত্র রয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫২১ টি কমেন্ট পড়েছে এবং ৩ হাজার ৩০০ আইডি/পেজ থেকে শেয়ার হয়েছে। ভিডিওটি সত্য মনে করে অনেককে কমেন্ট করতে দেখা যায়। Muradul Hoque Chowdhury Murad লিখেন- এদের সাথে প্রশাসনের আশীর্বাদ আছে তাই এত সাহস করে।(বানান অপরিবর্তিত) Md Abul Qayum লিখেন- মানুষ যতই অন্যায় করুক তার জন্য বিচার আছে। কিন্তু একজন মানবজাতি, আরেক জন মানব জাতিকে এইভাবে নির্যাতন করে মারতে পারে? কেয়ামত অতি সন্নিকটে। (বানান অপরিবর্তিত)
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মেক্সিকোর। ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ৫ মে বর্ডারল্যান্ড বিট( Borderland Beat ) নামের সাইটের একটি প্রতিবেদন এবং ২০২৩ সালের ৬ মে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ডেইলি স্টারের একটি প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির দেহ কাঠামো, আগুনের দৃশ্য একজনের হাতে পাত্র- এসব দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, মেক্সিকোর মাদক পাচারকারী একটি চক্রের সদস্যরা রাতে আরেকটি মাদক পাচারকারী চক্রের সদস্যকে নগ্ন করে পুড়িয়ে মেরে ফেলে।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের গণমাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে— এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।সুতরাং, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়।